জুয়েল হাসান….
হাবু মিয়া রাগ করেছে গাছ তলাতে বসে, মামা নাকি ভোর বেলাতে চড় মেরেছে কষে। হাবু মিয়া ভোরবেলাতে বই না পড়ে শুনেছিল গান, তাইতো মামা রাগ করে তার মলে দিয়েছে কান। হাবু মিয়া রাগ করেছে বলবে না আর কথা, বুকে তাহার জমা আছে অনেক অনেক ব্যাথা। মামা তাকে কিনে দিবে একটা খেলনা গাড়ি, কিনে দেয়নি গাড়ি তাইতো মামার সাথে আড়ি।