আপনি কি আদর্শ মার্কিন নাগরিক হতে চান?

ওরা হ্যামবার্গার খায়
ওরা মর্টগেজে বাড়ি কেনে
ওরা ফুর্তিও করে থাকে
তবে, শনি-রোব্বার মেনে
ওরা ডিজনিল্যাণ্ডে যায়
আরও নানাবিধ করে বায়না
ওরা পশুদের ভালবাসে
তবে, কালো লোকদের চায়না
ওরা চিকিৎসা-বীমা করে
ওরা বীমা করে শিক্ষার
ওরা নিজের কফিন কিনতেও
বীমা মনে করে দরকার
ওরা ভোট দেয় দুটি দলকে
ভোট নিয়মিত দিয়ে যায়
যারা সৌদি-তে সেনা রাখে
রাখে দিয়েগো-গার্সিয়ায়
যারা জীবাণু যুদ্ধ করে
যারা অস্ত্রের ব্যবসায়ী
যারা বুশ-রেগন বা বিল
যারা মাদলিন অলব্রাইট
ওরা কোক বাঁ বুরবোঁ খায়
সেটা ক্রেডিট-কার্ডে কেনে
ওরা বাগানের ঘাসও ছাঁটে
তবে, শনি-রোব্বার মেনে
ওরা চাকরি রাখার চিন্তায়
কী করবে তা ভেবে পায়না
ওরা গণতন্ত্রও মানে
তবে, অন্যের দেশে চায়না
ওরা নিয়মিত ট্যাক্স দেয়
ওরা গ্রে হাউণ্ড বাসে চড়ে
ওরা নিজেদের দেশে আজও
কোনও যুদ্ধকে ঘৃণা করে
ওরা ভোট দেয় দুটি দলকে
ভোট অবিরত দিয়ে যায়
যারা কার্বাইডকে পোষে
যারা নিমের পেটেন্ট চায়
যারা অকাতরে খুন করে
চিলি, লিবিয়া বা বাগদাদে
যারা অবরোধ জারি রাখে
আর, লক্ষ শিশুরা কাঁদে
ওরা ভোট দিয়ে যায় তবু
ওরা ভোট দেয় সজ্ঞানে
ওরা চার্চেও নাকি যায়
প্রতি রবিবার দিনমানে
ওরা চার্চেও যায়, পিতা,
একী নিদারুণ অস্মিতা

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
জয়দেব বসু- র আরো পোষ্ট দেখুন