কেন হাসলাম? কেন ধীর গতি তরঙ্গে এলাম?
কেন পাল্টামার? কেন চুড়ান্ত সাগর ফসকে যায়?
কেন মধুনাশ? কেন মক্ষিকায় পোড়ানো জীবন?
কেন পিছু ধাওয়া? কেন খুঁজে পাওয়া জলমগ্ন গ্রাম?
বেশ তো, বেশ তো, বেশ! তোমাকে আশ্বস্ত করলাম।
কেন বা বোনের বন্ধু? কেনই বা বন্ধুদের বোন?
কেন সন্ধ্যে হওয়া? কেন বাঁকা পথে মারকাটারি চোখ?
কেন মহিলায় লিপ্ত ষোল বছরের নাবালক?
কী দারুন মাথা খাওয়া, ও ভারী শরীরে তুলকালাম।
অ্যাইয়ো, অ্যাইয়ো, চোপ! তোমাকে সাবধান করলাম?