হ্যাঁ, ঠিক এইভাবে শ্বাস নিন।
আস্তে। বুক ভরে। হ্যাঁ, এক থেকে পাঁচ গুনে গুনে। শ্বাস নিন।
ভাবুন জগতে যত বৃক্ষ যত সমুদ্র বাতাস সৌরকর
তার সম্মিলিত শক্তি আমার ভিতরে এসে যাক।
এক থেকে পাঁচ গুনে গুনে
বুক খালি করে সব শ্বাস
ছেড়ে দিন এইবার। বলুন, সমস্ত দূর্বলতা
চলে যাক। যাক
হ্যাঁ নিন, এভাবে শ্বাস, হ্যাঁ ঠিক এভাবে, এই তো, নাও…
২
তোমার শ্বাসের সঙ্গে শ্বাস নেওয়া শিখেছি সেদিন
তোমার সুখের সঙ্গে সুখ নিতে নিতে
দেখেছি কিভাবে ধ্বংসস্তুপে
মাথা ঝাপটে আগুন লাগায়
ফুল ভরতি ডাল
কীভাবে জ্যোৎস্নার গায়ে ফেটে পড়ে জ্বর…
বুঝেছি, ঝলকমাত্র, কী কী ভাবে দেখা দেন
সম্মিলন-মুহুর্তে ঈশ্বর।