সুধা ভুলে গেছে। ভুলে যাওয়া তার কাজ।
নইলে একা সে বাঁচবে কেমন করে!
কবে কী বয়সে কার কাছে কোন ফল
দিয়েছে কখন, মনে রাখলে কি চলে!
তাও সে নেয়নি, ঘুমিয়েই পড়েছিল
যাকে দিতে যাবে তারা সব ওরকমই
কবে কী চেয়েছে না-ভেবেই চ’লে যায়
যাকে বলেছিল সে বহু কষ্ট করে
এনে দেখে, নেই! বলেও যায়নি ‘আসি’
কবিও তো ভোলে, ভুএ যাওয়া তার কাজ
নইলে সে রোজ লিখবে কেমন করে!
স্কুল থেকে ফিরে, একলা বারান্দায়
সংসারহীন আপনি যেমন, সাদা চুল ডুরে শাড়ি
প্রতিটি পুরোনো কথা
ফের থেকে রোজ ভুলতে থাকেন
ভুলে যান, সুধামাসি!