রাত্রি, গোলপার্ক

সে যদি আমার শিশু হত?

আটখানা-একটাকা-সিকি চারদিকে ছড়িয়ে
ঘুমিয়েছে ফুটপাথে চটের ওপর
গায়ে একটা ছেঁড়াফাটা কাপড় কে চাপা দিল? মা কোথায়, ওর?

আজকে ৩১/৩২__রাত ১০টা। কিছুক্ষণ পর
এ ফুটপাথে পা রাখবেন নতুন বছর।
তার আগেই শীত ওকে মেরে ফেলবে না তো?

বাইক মারুতি সুমো, দুল পরা ছেলে আর শিস দেওয়া তরুণী ময়ূর
উড়ে পার হয় ফ্লাইওভার

আর আমিও দ্রুত পায়ে পার হতে থাকি ওকে সকালে দুপুরে রাত্রে
এ রাস্তায় ও রাস্তায় বছরে তিনশো ষাট বার

সাহস হয় না আর কবিতা লেখার

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
জয় গোস্বামী- র আরো পোষ্ট দেখুন