একশ কোটি বছর এভাবেই ভালবাসবো

 
আগামী একশ কোটি বছর
এভাবেই ভালবাসবো,
তোমার নাম বুকের মাজারে
এভাবেই আগলে রাখবো ।
বুকের ভেতর ঝড় উঠবে যেদিন
আমি শুধু তোমায় ভেবেই
সামলে নেবো সব,
ভাঙা চাঁদের আলোয় ভিজে
শুধু তোমার কাছেই চাইবো ভালোবাসা;
আগামী একশ কোটি বছর আমি
ফোটাবো গোলাপ, জারবারা আর রক্তাক্ত ক্যালেন্ডুলা
তোমার চুল সাজাবো, মাখাবো আশীর্বাদ;
অক্সিজেনের মত ভালবাসবো তোমায়
আগামী একশ কোটি বছর ।।

গুনে গুনে আগামী একশ কোটি বছর
এভাবেই শুধু তোমাকেই ভালবাসবো,
তোমার ছবি সামনে রেখে
এভাবেই কাটাবো অহোরাত্র;
মাতাল হয়ে তোমার চোখে
সমীকরণ করে যাবো সূত্র ছাড়া-
তোমার কবরের পাশে কবর খুঁড়ে
আগামী একশ কোটি বছর
শুধু আমিই শুয়ে থাকবো;
প্রতিদিনের মত
আমিই জ্বালিয়ে যাবো তোমায়
ভালোবাসা দিয়ে, খুনসুটি দিয়ে
আগামী একশ কোটি বছর তোমায়
পাগলের মত ভালবাসবো শুধু এক আমিই ।।

আগামী একশ কোটি বছর এভাবেই
মাঝরাতে বালিশ ফেলে
তোমাকেই কাছে টানবো;
তোমার চোখে আকাশ থেকে উড়ে যাওয়া
সুখ-পাখি এনে পড়িয়ে দেবো
আগামী একশ কোটি বছর
টকটকে লাল লজ্জায় মাখাবো শুধু তোমাকেই ।।
দরকার হলে তোমার ঠোঁটে
বাসা বাঁধবো, নিঃশ্বাসে মিশে যাবো
প্রতি সেকেন্ডে চারশো ভোল্টের চুম্বনের মত;
আগামী একশ কোটি বছর আমি
মাতাল হয়ে, তোমাকেই ভালবাসবো;
বিষ-পেয়ালা মুখে নিয়ে দেয়ালিকায় লিখবো
উন্মাদ প্রেমিকের মত তোমার নাম
তোমার হাতে হাত রেখে
হেটে যাবো মহাশূন্যে,
আগামী একশ কোটি বছর
বদ্ধ উন্মাদের মত চাইবো এক তোমাকেই ।।

 
– জিহান আল হামাদী
২৫শে এপ্রিল’২০১৩