স্থান

 

এত মায়ায় জড়িয়েছ !!
তোমার স্নিগ্ধতায় উন্মাদ হয়ে আছি,
ভীষণ নেশায় চূর;
শুদ্ধ করো আমায়
নিয়ে যাও উন্মাদনার চরম পর্যায়ে ।
ঝড়ের মত এক ঝটকায় মিশে যেতে চাই
তোমার প্রতিটি কোষে, রক্ত কণিকায়,
নিউক্লিয়াস, ক্রোমোজোম হয়ে সেঁটে যাবো
হৃদয়পুরে ঘর বানাবো
একটু জায়গা দাও ।।
– জিহান আল হামাদী
১৬ই এপ্রিল’২০১৩