আমায় ঘৃণা দাও,
তোমায় এক জোড়া রক্ত গোলাপ তুলে দেবো-
সেই পুস্পবক্ষ ছিঁড়ে বেড়িয়ে আসবে তিনশটি সাপ,
ফণায় ফণায় চেখে নেবে শরীরী রক্ত
তোমার চোখ, পাঁজর, কুমিরি হৃদয়;
তোমার ঘৃণা পরাজিত হবে সেদিন
আমার ভালবাসা এতটাই বিষধর !!
ফুল নেবে, ফুল-
বেগুনি- গেরুয়া গোলাপ ফুল;
আমায় ঘৃণা দাও,
আমি নিষিদ্ধ গোলাপের মালি ।।
– জিহান আল হামাদী
১৯শে এপ্রিল’২০১৩