একটা জানালা ছিল-
ছিল ঘরের ভেতর তোমার-আমার ছোট্ট বাসর,
বাইরে ছিল বদ্ধ আকাশ, ঘুটঘুটে মেঘ
আকাশে তারা ছিল কিনা জানিনা
কিন্তু ঘরের ভেতর দুখানি হাত ছিল,
বাঁধন ছিল, পরশ ছিল ।
ছিলনা তবু চোখের দেখা
ও চোখ যে নীলিকায় ধরেছে !
মরচে পড়া দুই জোড়া চোখ তবু হাত ছাড়েনি,
আলোর আকর্ষে উড়েনি তবু
দিগভ্রান্ত হয়নি কোনদিন,
ওই চোখ যুগলে ভালোবাসা থাকে
তবু সব অনুভূতি দৃষ্টি বন্ধ্যত্বের সাক্ষী ।
– জিহান আল হামাদী
১৯শে এপ্রিল’২০১৩