মুঠোফোনে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিলে
নিঃশ্বাসের গভীরতায় বুঝেছিলাম
তবু বলেছিলাম খানিক কথা;
অবচেতন চোখের পাতায় চুপিচুপি
গতকাল কত কিছুই ঘটে গেল !!
গতকাল স্বপ্নে এসেছিলে
আমি ঘুমনোর আধ-চন্দ্রিমা পর
ঘুমের ভেতর চোখের চারপাশ কেবল আলো,
এত আলো নিয়ে কেন এসেছিলে জানিনা ।
চিলেকোঠার জানালার মত
মৃদু কম্পন অনুভব করেছিলাম,
তুমি কাছে এসেছিলে, অকম্পিত হাতে
স্পর্শ করেছিলে চিবুক, গাল, প্রতিটি কোষ ।।
রাতের ঘুটঘুটে চাদরে
এসেছিলে তুমি সত্যিই,
ঘুমন্ত শরীরে হাত রেখেছিলে
মাথায় বুলিয়ে দিয়েছিলে স্বপ্নপোকা;
সত্যিই কি ঘুমিয়েছিলাম ?
ঘোর কাটেনি এখনো….
সিলিং ধরে বেঁচে থাকা ফ্যানটা
মাতালের মত ঘুরছে তো ঘুরছেই-
বালিশ আর জানালার পর্দা গুলো মুমূর্ষু ।
এমন মাতলামির রহস্য জানি,
খুব স্বাভাবিক;
প্রথমবার তোমায় দেখেছে তো !!
আমি তো মাতাল হতে হতে অভ্যস্ত ।।
– জিহান আল হামাদী
৯ই এপ্রিল’২০১৩