হয়তো কোন আগাছা…

 

 

নিয়ন মোহনায় অস্ফুট আলোর উৎসব আড়মোড়া ভাঙে
ঠিক তখনই নিভৃত স্বপ্নেরা হাতছানি দিয়ে যায়
একটু একটু করে, খুব যতনে
ধীর পায়ে,
কত আলোর পায়তারা
হতাশা মাড়িয়ে যায় !!

কত জলরঙ ছবি রাঙিয়ে নেয় নিজেকে
নববধূর সাজে,পুরো শহর যেন উৎসবে আজ
ভীষণ মাতাল ।

তবু একটি ঘরের ভেতর আজো আঁধারের বাস
বন্দী হয়ে থাকে একটি অপ্রিয় মুখ,
একটি স্বপ্ন আজ ও ঘরের এক কোনে পরিত্যক্ত
কিসের যেন হতাশা চারদিকে ॥

পরিত্যক্ত মন আঁকড়ে বাসা বাধে গোপনে
অবহেলা……
সে তো বহুবছর ধরে বন্ধুত্বের পরিচয় দিয়ে আসছে
অবসন্ন হয়ে বুড়িয়ে যাওয়া কবিতার পাতাগুলো
কোথায় যেন হারিয়ে যায় নীরবে,
দেহটা তবুও আলো দেখতে চায় না
ভীষণ ভয় ॥

পুরো ঘরটা মাঝে মাঝে শেকল গুলো ভেঙে দিতে চায়
চলে যেতে চায় খোলা অক্ষের নীচে,
হয়তো একমুঠো বাতাসের জন্যে
সদ্য ফোটা রজনীগন্ধার ঘ্রাণ আজো তাড়িয়ে বেড়ায়…
তবু অবহেলায় কুঁকড়ে থাকে দেহটা
তার যে ভীষণ অভিমান,
সে যে শুধুই এক আগাছা ॥

 

– জিহান আল হামাদী
২৫শে নভেম্বর’ ২০১২