হেমলক কেউ ছিল না…

আমি কেউ না; কখনও কেউ ছিলাম না,
তাই বিদায় নেব পরিত্যক্ত অবহেলা
জানি কিছুই আসবে না, কিছুই যাবে না
আমি কেউ না; কখনই কেউ ছিলাম না ।
আমাকে ফেরানোর মিথ্যে অভিনয়, কুমির কান্না
কোন কিছুই আমার জন্যে ছিলনা,
আমি জানি নষ্ট ফুল কে আর যাই হোক,
ভালবাসা যায় না ।
-বিদায়ী এপিটাফ তাই বলে যায়
আমি কেউ না; কখনও কেউ ছিলাম না… ।।

কিন্তু ভয় হয় এখন
যদি কোনদিন ভুলেও ভালবেসে ফেলো
নিকৃষ্টতম যন্ত্রণাকে কাছে টেনে নিতে চাও অবসন্ন হৃদয়ে,
তবে, তবে জেনে নিও- সেই ফুল চির-নষ্ট
রন্ধ্রে রন্ধ্রে হেমলক, কাঁটাল বিষ ।
যদি ভুলেও কোনদিন একটি বারের জন্য হলেও মনে হয়
ভালবেসে ফেলেছ আমায়,
মনে রেখো রহস্য-সম্রাজ্ঞী আমার
আমি কেউ না; কখনও কেউ ছিলাম না… ।।

চিরকুমারী থেকো তবু হেমলকের বিষ মুখে নিও না
বিদায় দাও আমায়, তবু ভুলে যেয় না তোমার বাগানে ফুটেছিল এক অবহেলা-
অবেলায়,
যার প্রত্যয়িত ছোঁয়ায় মরণের ছোবল
তাকে আর যাই হোক, ভালবাসা যায় না;
চলে যেয় না, তবু চলে যাও
আমি কেউ না; কখনও কেউ ছিলাম না… ।।

অগোছালো হেমলক এক বিষাক্ত ধাঁধা
যতই মেলাতে যাও, কষ্ট ছাড়া কিছুই মিলবে না
দূরে যেতে দাও, তবু যেতে দিও না
হেমলকের বাগানে যতই ফুল ফোঁটাতে চাও
সেই বাগানে যে শুধু বিষ-ফুলই জন্মায়; অস্পৃশ্য ।।

তাকে পানি দিও না, আমাকে পানি দিও না
জানি কিছুই আসবে না, কিছুই যাবে না
আমি কেউ না; কখনই কেউ ছিলাম না,
হেমলকে আর যাই হোক, জীবন পাওয়া যায় না !
তাকে আর যাই হোক, ভালবাসা যায় না ।।

– জিহান আল হামাদী
১লা ফেব্রুয়ারি’২০১৩