যুদ্ধ যুদ্ধ ভাব
এত যুদ্ধের মাঝে ভালবাসার সময় তো নেই,
যদি বেঁচে থাকি যুদ্ধ শেষে
অনেক ভালবাসা হবে
এবার তবে বিদায় দাও, যুদ্ধে যাব ।।
জনস্রোতের ডাক এসেছে
দাবি সব ঘুম ভেঙেছে,
এত দাবির মাঝে তোমার দাবি বাক্সে থাকুক
যুদ্ধ শেষে ভালবাসা হবে
এবার তবে বিদায় দাও, যুদ্ধে যাব ।।
ঘরের কোণায় মুখ লুকিয়ে কাঁদছ কেন ?
আমি তো বুনো পাখি নই যে উড়ে যাব,
ভয় পেয় না, তোমার ছিলাম, শুধু তোমারই থাকবো;
সামান্য এই বিচ্ছেদ তো চিরকালের নয়-
একটু শান্ত হও, সাহস রাখো, আমি ফিরে আসবো
একবার আমায় বিদায় দাও হাসি মুখে,
আমি এবার যুদ্ধে যাব ।।
তোমার অন্তঃসত্ত্বা শরীর টাকে এত কষ্ট দিও না
বাচ্চাটা ব্যথা পাবে,
আর প্রজন্ম যদি ব্যথা নিয়ে জন্মায় তবে
কিভাবে হবে ? আবার তো দেশ বিকলাঙ্গ হবে ।।
ওকে সাহস দিও, বাক-স্বাধীনতা আমি দেব
আমি আজ না গেলে যে বাচ্চাটা
ভিনদেশী বুলি আওড়াবে;
মেনে নিতে পারবো না আমি ।
ও যেন তোমায় ‘মা’ বলে ডাকে,
ডাক শুনে তুমি ওকে বুকে টেনে নিও ।
কত মধুর ডাক- ‘মা’, তাই না ?
এত পবিত্র ভাষা আর কোথায় আছে বল ?
আমায় এবার বিদায় দাও, যুদ্ধে যাব ।
ভাষার যুদ্ধে, উর্দু নয়; বাংলার যুদ্ধে-
বিদায় দাও ।।
কি দেবে না বিদায় ?
বোকা মেয়ে ! এখনো কাঁদছ !! এত ভয় পেলে কি চলে ?
দেখ তো আজ কয় তারিখ;
-২১ শে ফেব্রুয়ারি
ক’টা বাজে ?
-সকাল ১১ টা……
দেখো আমি ঠিক সন্ধ্যের আগেই ঘরে ফিরবো ।
লক্ষ্মী বউ আমার, এবার বিদায় দাও
আমি যুদ্ধে যাব ।।
– জিহান আল হামাদী
১৯ শে ফেব্রুয়ারি’২০১৩