জানিনা আপনারা দেখছেন কিনা
জানিনা শুনছেন কিনা,
আমি শাহবাগের প্রজন্ম চত্বর থেকে বলছি
আমাদের দেশটা এখনও নষ্টের অধিকারে যায়নি ।
আমাদের মাঝে এখনও মুক্তিযুদ্ধ বেঁচে আছে
স্বাধীনতা, বিজয় বেঁচে আছে
আপনারা বেঁচে আছেন ।
আমরা শান্তি প্রিয় শান্ত ছেলে-মেয়ে জানি
কিন্তু, দেখুন আমরা আজও প্রতিবাদ করতে জানি,
জানি কিভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হয়
আন্দোলন করতে হয়, স্লোগান দিতে হয় ।
আমাদের দেশটা এখনও নষ্টের অধিকারে যায়নি ।
আমরা এখনও কাঁধে কাঁধ মিলিয়ে
অবিচারের বিরুদ্ধে দাড়াতে পারি,
ঠিক যেমন টা আপনারা করেছিলেন
আপনাদের থেকেই তো আমরা শিখেছি ।
জানি অনেকেই অনেক কথা বলছে
আরও বলবে সেটাও জানি,
অনেকেই বলে কি জানেন?
দেশে তো আরও সমস্যা আছে,
সেগুলো না মিটিয়ে একটা ব্যাপারে কেন এত মাথাব্যথা ?
আমি হেসে বলি,
“ভাই, দেশের মানুষের জাগরণ দেখেছেন ?
মানুষ জেগে উঠছে, আর জাগরণ মানেই তো পরিবর্তন ।”
জানিনা আপনারা শুনছেন কিনা
প্রজন্ম চত্বর থেকে বলছি,
না । আমি ইতিহাস হতে চাই না ।
চাই না কেউ আমার নামও জানুক;
শুধু এতটুকুই চাই যেন আজ থেকে দশ বছর পর
আমার মেয়েটাকে যেন বলতে পারি,
“নে মা, তুই স্কুলে যা,
যেখানে কোন রাজাকারের সন্তান পড়ে না” ।
আমার মেয়েটা তখন যেন বলতে পারে,
“বাবা তুমি আর তোমার লক্ষ ভাইবোন ছিল বলেই তো
আমি আজ রাজাকার মুক্ত দেশে বাস করি” ।
আমার জন্য অতটুকু প্রাপ্তিই অনেক ।
আর কিছুই চাই না আমি ।।
আপনারা দেখছেন কিনা জানিনা
আমাদের দেশটা এখনও নষ্টের অধিকারে যায়নি;
যা কিছু গেছে, দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে
পরিবর্তন হবেই হবে ।।
– জিহান আল হামাদী
৯ই জানুয়ারি’২০১৩