প্রশ্নবিদ্ধ মৃত্যু

কে বলেছে থাকব না ?
দেহ থেকে আগুনপাখিটা একদিন উড়ে যাবে
তার মানে তো এই নয়, থাকব না ।

যেভাবে ছিলাম সেভাবেই থাকব
তোমাদের মাঝে,
শুধু দেহটাই থাকবে না ।
রয়ে যাব-
তীব্র ভালবাসার কোন মুহূর্ত হয়ে,
অথবা জ্বলন্ত ঘৃণার মাঝে,
জানি,না থাকলেও
আড্ডায় শুধু একবারের জন্য হলেও
আমার অনুপস্থিতি ভিজিয়ে যাবে বুকের বক্র-ত্রিভুজ ।

হাসির মাঝে খুঁজে পাবে
কান্নায় পাবে,
সত্যের মাঝে থাকব সত্যায়িত
মিথ্যার মহলে সমাদৃত,
ভালবাসা সর্বত্র বিতর্কিত হবে একদিন ।

তাহলে, আমার মৃত্যু কোথায় ?
শুধু দেহটাই তো বিসর্জিত হবে বিধাতার কাছে
সত্ত্বা তো তোমাদেরই রয়ে যাবে
স্মৃতি থেকেই জন্মাব আবার,
বারবার… ।
আমার মৃত্যু প্রশ্নবিদ্ধ ।।
এই পৃথিবীর সব মানুষের মত ॥

– জিহান আল হামাদী
১৪ই ডিসেম্বর’২০১২