কোন এক নিঝুম রাতে
যখন ঘুম হারিয়েছিল মেঘের দেশে
যখন শরীরের সব শিরা-উপশিরায় জমাট বেধেছিল ক্লান্তি
ঠিক তখনই খুঁজে পেয়েছিলাম তোমায়,
মুখ-পুস্তকের নির্লিপ্ত পাতায় ।
মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর মোহ আমি ছুঁতে চলেছি
হাতের মুঠোয় যেন একরাশ ছায়াপথ ভেশে যাচ্ছিল প্রতি মিনিটে,
বন্ধুত্বের হাতটা কিভাবে যেন তোমায় ছুঁয়ে দিল একদিন ।
তারপর শুরু হল সুবাসমাখা জলের বাতাস
অকারণে খুনসুটি আর
তোমার হাসির মাঝে নিজেকে খুঁজে ফেরা,
নিজেকে সেদিন যেভাবে দেখেছিলাম
সেভাবে হয়ত কোনদিন দেখিনি
পতঙ্গ-মাখা শরীরে কখন যে বেলি ফুলের গন্ধ বাসা বেধেছিল বুঝতেই পারিনি ।
তারপর, একদিন সব ওলট-পালট হয়ে গেল ।
যখন তুমি আমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলে
বিনিময়ে বলেছিলে শুধু বন্ধু হয়ে থাকবে সব সময়
তুমি বলেছিলে তুমি আজও তাকে ভালবাসো,আমাকে নয় ।
আমি কিছুই বলতে পারিনি
কী’ই বা বলতাম সেই সময়, যখন তুমি এক নিমিষে আমার স্বপ্নগুলোকে
টুকরো মেঘে ভাসিয়ে দিয়েছিলে ?
কী বলার ছিল আমার, বল ?
সেদিনের পর নিজেকে খুঁজিনি তোমার জন্যে
আমার স্বপ্নে আর বেলি ফুল ফোটেনি কোনদিন,
সীমান্তে উড়ে যাওয়া ডাহুক-পাখির মত হারিয়ে গিয়েছিলে তুমি
তবু তোমার বাম হাতের তালুটা কি কিছুটা ভারী মনে হয় এখনও ?
ভয় পেওনা । ওটা কিছু নয় ।
ওটা আমার হাতের অদৃশ্য বাঁধন ।।
-জিহান আল হামাদী
৫ই জানুয়ারি’২০১৩