সে থাকে, আজও আমার মাঝে,
খুব গোপনে,কোন আস্তাকুড়ে
একাকী, শুধু কষ্ট জেগে রয় ।
পাই না তাকে খুঁজে, নিঃস্ব আমি
চুপটি করে আজও তাকেই বুনি
আমারই, স্মৃতির মেঘলা চাদরে ।
জানি সে আছে রাতের মাঝে
তবু দিন আসে, শুধু তাকেই ভেবে
বিবাগী, জলছবি ভেসে যায় ।
পথহারা এই চাঁদের খোঁজে
কত দুঃখ আসে, কত কান্না হাসে
তোমাতেই, কত সাগর কেঁদে যায় ।
সুখের স্মৃতির মাঝে তুমিই আছ
অজানা পথের কোন মিথ্যে বাঁধন
তোমাকেই, আজ দুরে নিয়ে যায় ।
জানি তোমার মনেও কষ্ট বাধে
অপরাধ-বোধের জানালা চেপে
নীরবে,আজও অশ্রু ঝরে যায় ।
তবু ভালো থেকো আজও প্রার্থনাতে
কোন নতুন হাতের আশীর্বাদে,
যখন,আমার ছায়া সরে যায় ।
তবু রবে তুমিই আমার ছায়ায়
বাতাসের স্নিগ্ধ, কোন আলোর ভাষায়
এভাবেই,যখন ছায়াপথ ডুবে যায় ।
এখনও তোমায় ঘিরে আমার জন্ম বেঁচে রয় ।
এখনও শুধু তোমার জন্যে আমার মৃত্যু প্রাণ হারায় ।
তবু জানি পাশেই আছ,
আমায় নতুন করে কষ্ট দিতে
অথবা,জন্ম দিতে অতীতের সূর্যোদয় ।।
– জিহান আল হামাদী
৩রা ডিসেম্বর’ ২০১২