এই প্রস্তর হৃদয়ে এসেছিলে যেদিন
মৌ মৌ বসন্তে ফুল ফুটেছিল,
নাবালিকা, অপার বিস্ময়ে তাকিয়ে দেখি
তোমার অশ্রুতে চোখ ভিজে যায় আমার ।
মুছে ফেলে অভিমান, কাছে এসো-
নিজে হাতে কষ্টগুলো ধুয়ে দিই;
জলজ চোখের কোণায় নিবিষ্ট চুম্বনে
গুমোট বুকে গড়ে দিই আশ্রয় তোমার ।
নাবালিকা, বিষুব ক্রান্তির ছায়াপথে
বিছিয়েছি পৌরাণিক মায়াজাল,
ধূলিশয্যায় ফুরসৎ নেই পৌনঃপুনিক সুনীলের ;
এক চাদরের বাসিন্দা হয়ে-
চাঁদের আলোয় সিঁদুর ছোবার খাজনা দেবো !
নিমিঝিমি অশ্রুতে প্লাবিত বাঁধুলি
ভাসিয়ে নেবে দুশ্চিন্তার মুকুর,
মিথুন রূপকে শুনবো সুশ্রাব্য মুচকি হাসি
বেদিয়ায় দু’জন হারাবো গগন ।
– জিহান আল হামাদী
১১ই নভেম্বর’২০১৩