উঠেছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ
বিপ্লবীর বিরুদ্ধে, বুদ্ধিজীবীর বিরুদ্ধে,
হাজতের ওপাশে, আইনের সরাইখানায়
মাথাচাড়া দিয়ে উঠছে কাফনের বিছানা ।
জল্লাদের লাল চোখের আড়ালে
অগণতান্ত্রিক নীল-নকশা স্পষ্টত,
ঘড়ির কাটার সময় মিছেই
ঝুলিয়ে মারে শত বছরের ভবিষ্যৎ ।
– জিহান আল হামাদী
১২ই অক্টোবর’২০১৩