ওভাবেই তাকাও; ওভাবেই ছুঁয়ে দাও

 
নিঃশ্বাসের বহমান স্রোতে
খুব ধীরে, একটু অবচেতন হৃদয়ে সেদিন
ছুঁতে গিয়েছিলাম যখন,
কেমন যেন এক নৈসর্গিক আবেশে মেতেছিল
চোখ দুটো যেন জোছনার মত উজ্জ্বল;
লাজুক মুখ দেখে থেমে গিয়েছিলাম
কতটুকুই বা বিলিয়েছিলে সেদিন ?
চোখে চোখ রাখতে চেয়েছিলাম বলে
ডাগর চোখে যেন অমাবস্যা লেগেছিল;
মুখখানি নিচু করে সেদিনের অপ্রত্যাশিত প্রলাপ
দাউদাউ করে ওঠা পর্বতে শ্রাবণ নামিয়েছিল ।।

মনে আছে প্রথম যেদিন ছুঁয়েছিলাম
লাজের কতটুকুই বা দিয়েছিলে সেদিন ?
হাত ধরতে গিয়েছিলাম বলে
গুটিয়ে নিয়েছিলে যুগল হাতের দশমী আঙুল;
তোমার আকাশে ছিল মেঘ পোড়া ছাই
বলেছিলে, “ওভাবে ছুঁয়ো না তুমি,
লাজে মরে যাই” ।।

লাজের পর্দা খুলে জানালার ফুলেল বাতাসে
যখন চুল উড়ে যায়-
নিভৃত মনে খুঁজে বেড়াও অপার্থিব আওয়াজ ।
তুমিও কি আমার মতো করে রাত জাগো ?
নাকি দরজার সামনে অপেক্ষায় থাকো ?
ভাবো, ঘরে এলেই জড়িয়ে বলবে,
“আজ ওভাবেই তাকাও;
ওভাবেই ছুঁয়ে দাও আমায়” ।।

 

 

– জিহান আল হামাদী
১লা অক্টোবর’২০১৩