প্রতিদিন অন্তত একবার গুম করা হয়
আততায়ী আঘাতের পচন ধরা ছুরি,
ক্ষত-বিক্ষত করে নেয় নিহত শরীর;
তবু কেউ কেউ জেগে ওঠে
সব ভুলে, তবু বলে না, ভালোবাসি ।।
তার চোখ ভেজা থাকে উৎকণ্ঠার শ্রাবণে
কিছু কিছু ভুল, ক্ষণিকের আড়ালে;
প্রতিদিন খুন হয়, গুম হয়
ক্রন্দনের তীব্র হাহাকার বোঝাবে কাকে ?
রক্তের প্রাচুর্যে যার শহর সাজানো
তার শরীরে কেবল প্রপঞ্চের ধিক্কার ।।
তবু কেটে যাবে সময়, পথ ভোলানো;
ধূসর বালুতে নিথর দেহ-
জঠরে ভেজা-মাখা শরীর খুব গোপনে
গুম করা হয় প্রতিদিন, খুন করা হয়;
তবু কেউ কেউ কেঁদে ওঠে
সব ভুলে, তবু বলে না, ভালোবাসি ।।
পুরো পৃথিবী বিষাক্ত হয়ে গেছে
নির্ধুত মনের প্রাক্কালে লুকোচুরি;
গুম হয়ে গেছে,
আততায়ী আঘাতের পচন ধরা ছুরি
খুব গোপনে বাসা বেঁধেছে সময়ের ব্যবধানে ।।
– জিহান আল হামাদী
২৮শে আগস্ট’২০১৩