গত দু’দিনে শহরের ধুলো, রিকশার বেল-
রূপকথায় পরিণত হয়েছে ।
শত শত নাচুনে পাখি হুমড়ি খেয়ে
ঢেউ খেলানো ফুলে এঁকেছে নতুন সমুদ্র,
স্রেফ দু’দিনের জন্য পুরো শহুরে সড়ক
পরিণত হয়েছে উদ্যম ছায়াপথে,
স্টপেজে স্টপেজে নতুন মহাবিশ্ব ।
অসভ্যের মতো গড়ে ওঠা দালানগুলো
স্যুটেড-বুটেড হয়ে সেজেছে ফুলবাবু ,
ফুটপাতের ডেনড্রাইট-খোর গুলোও
নেশা ছেড়ে অক্সিজেনে নাক ভেজায় ।
গত দু’দিনে…
বদলে গেছে পুরো শহর, রূপকথা যেন এক ।
স্ট্রীট-লাইটের টিপটিপ আলো
যেন রূপান্তরিত হয়েছে এক একটি চাঁদে,
গত দু’দিনে আমার শহর,
ডুবেছে চরম অস্থিরতার হোলিতে ।
এমন রূপের মাতমে ঘুমায় নি এ শহর ।
তোমার পদ-রেখায় আটখানা যে ধুলো;
তার বিস্তৃতি আকাশ জেনে গেছে ।
কোঁচকানো যে শার্ট খামচে ধরে চিনেছো সব অলিগলি-
ভাঁজে ভাঁজে বসেছে সেখানে রূপকথার কারখানা ।
গত দু’দিনে আমার শহর
খুব কাছ থেকে কাছে নিয়েছে তোমায় ।
– জিহান আল হামাদী
১৭ই অক্টোবর’২০১৩