সোডিয়াম বাতির চারপাশে
ঘিরে থাকা মৌন পোকার মত
অবলীলায় জাপটে ধরে,
চিতায় পোড়াই ধুলো মাখা শহর ।
আগাছার মত বিচ্ছিরি সকালের
পুরোটাই নিষ্পেষিত এক,
কিঙ্করের পাথারে রোদের মত-
সোডিয়ামের ঘুণ পোকা
একলা অপেক্ষায় নিঃস্ব বছর,
যে শহরে তুমি নেই
সৌন্দর্য মানায় না তাকে ।।
– জিহান আল হামাদী
৭ই নভেম্বর’২০১৩