কটাক্ষ

গোধূলি ছেড়ে গেছে রাতের কক্ষপথ
সাঁঝের আস্তিনে ঝিরিঝিরি স্মৃতির আনাগোনা-
শীত এলো বলে, রাজনৈতিক রদবদল !
চাদরে মুখ ঢেকেছে জোড়া শরীরের কাম,
ডায়রির পাতায় পাতায় সাজানো গোলাপের পাপড়ি,
নিমিষেই রঙ হারায়, ছন্দহীন সড়কে ।

কাব্যিক জলসায় প্রতিদিন
ভুলো প্রেম-হুলো প্রেমিকের দল,
চারিত্রিক সার্টিফিকেটে তামাশার মেল
রাষ্ট্র বাঁচায়; বিক্রিত ইতিহাস বিকৃত ।।

 

 
– জিহান আল হামাদী
৩রা নভেম্বর’২০১৩