যদি যাবার ইচ্ছে থাকে-
এখনই চলে যাও, স্মৃতি রেখে যেও না;
যদি যাবার ইচ্ছে থাকে-
খুঁজে নাও সুখ, আমার কথা ভেবো না ।
যদি যাবার ইচ্ছে থাকে-
ভুলে যেও প্রেম, তুলে রেখো গোপনে;
যদি যাবার ইচ্ছে থাকে-
কেউ যেন না জানে, কী ছিল আলাপনে ।
যদি যাবার ইচ্ছে থাকে-
আবাগী চকিত, নিগীর্ণ বঞ্চনায়;
যদি যাবার ইচ্ছে থাকে-
একা-দোকা মরণ চারায়, কুসুমিত করো আমায় ।
যদি যাবার ইচ্ছে থাকে-
অভিমানী বাহানায়, তিনকালে দাড়াও;
যদি যাবার ইচ্ছে থাকে-
এ হৃদয় অনেক গভীর, এখানেই হারাও ।
– জিহান আল হামাদী
৪ঠা নভেম্বর’২০১৩