অন্বিত পথচলা

হাতখানি ধরো ।
চলো, নিয়ে যাই বহুদূর ।
যেখানে জোছনার ছায়া জলে মিলেমিশে একাকার,
যেখানে প্রান্তর ভিজে যায় গাঙচিলের ডাকে;
যেখানে রয়েছে গুলতানি গুলশান ।।

পদযুগল রাখো, আমার পথে-
চলো নিয়ে যাই আকাশের উদাসে-
কঙ্কণী সুরে, যেখানে রয়েছে চন্দনধেনু;
যেখানে নিষ্পাপ মায়া খেলা করে ইন্দ্রের ফুটপাতে,
যেখানে ময়ূরের পেখমে লেখা হয় তোমার নাম ।।

চলো নিয়ে যাই বহুদূর ।
মহাকর্ষ থেকে মানচিত্র ছাড়িয়ে,
রূহানী অপটুতার মাসান্তে ।
জীবনখানি ধরো, আবৃত নদীর প্রবাহে ।।

 

 

– জিহান আল হামাদী
১০ই নভেম্বর’২০১৩