ক্ষমা করো দৈন্যতা

n
ও মেয়ে যখন,
বটঝুড়ি দোলনায়,
কাটছে মেয়েবেলা,
তোর স্বপ্নে চাঁদের বুড়ি,
চোখে তারার মেলা।
ভয়ংকর মানুষ রূপি,
ক্ষুধার্ত এক কুকুর,
কেড়ে নিলো তোর,
এক্কা দোক্কা ভোর।
ও মেয়ে তোকে ঘিরে,
মিডিয়া কর্মী,জুম ক্যামেরা
আলোর ঝলকানি,
সভ্যতা কি বুঝবে,
তোর ব্যথা কতখানি?
তোর জন্য সব চ্যানেলে,
ধিক্কার প্রতিবাদ,
তাতে কি ঘুচবে তোর,
জীবনের অভিঘাৎ?
ও মেয়ে তোর অস্তিত্ব জুড়ে,
ভয় আছে কেবল,
ধারাপাতের সংখ্যায়,
কার নাম ছাপবে,
নূতন তালিকায়?
দিন কেটে যায় তোর,
ধারাবাহিক শঙ্কায়।
ও মেয়ে ক্ষমা কর,
এই বিষাক্ত জনারণ্যে ,
ঠাঁই নেই তোর জন্যে ?
নেই কোনো নিরাপত্তা,
আজ ব্যর্থ সভ্যতা ?
ক্ষমা কর আমাদের,
এই চরম দৈন্যতা..

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
হাসান মঞ্জু- র আরো পোষ্ট দেখুন