এইখানে ৩২৩ খ্রিস্টপূর্বাব্দের কোনো গ্রিক বীর রমণ ও ধর্ষণের
সাধ ভুলে ইতিহাসে গেঁথে দ্যায় শৌর্য ও বীর্য এইখানে
বিষ্ণুপ্রিয়ার শরীরের নরম স্বাদ ভুলে একটি মানবী থেকে মানবজাতির দিকে
চলে যায় চৈতন্য উর্ধ্ববাহু প্রেম — সর্বোপরি
ইতিহাস ধর্মচেতনার ওপর জেগে থাকে মানুষের উথ্থিত পুরুষাঙ্গ এইখানে
এইখানে কবর থেকে উঠে-আসা অতৃপ্ত প্রেমিকার উচ্চাশা এইখানে
প্রকৃত প্রশ্নিল চোখে চোখ পড়লে কুঁকড়ে যায় আমার হৃৎপিণ্ড এইখানে
এইখানে সশ্রদ্ধ দৃষ্টির আড়ালে যাবার জন্য পা বাড়াতে হয়
আমি নারীমুখ দ্যাখার ইচ্ছায় মাইলের পর মাইল হেঁটে দেখি
শুধু মাগিদের ভিড়
সাতাশ বছর একা-একা সাতাশ বছর বেক্তিগত বিছানায় শুয়ে দেখি
মেধাহীন ভবিষ্যৎ জরাগ্রস্ত স্নায়ুমণ্ডলীর পাশে কবিদের কবির কবিতা
চারিধারে ঢিবি-দেওয়ালের নিরেট নিঃশব্দ অন্ধকার ।