পৃথিবীর সর্বত্র সেই একই অন্ধকার, যে অন্ধকারে তোমাকে দেখি না
অনন্ত অরুন্ধতী তুমি, অন্ধকারে
বহুদিন পড়ে আছি বেদনাহত।
মানুষের মনে এক অন্তহীন অন্ধকার, অন্ধকারের ব্যথা ও বেদনায়
সমস্ত আকাশ যখন নীল হয়ে ওঠে, সূর্যাস্তের পর আরো বেশি ঘন হয়
অনন্ত অরুন্ধতী তুমি, অন্ধকারে জেগে ওঠো।
সমস্ত দুঃখের মধ্যে, সমস্ত শিল্পের মধ্যে পুনরায় যখন পল্লবিত হও
বৈতরণী পার হয়ে চলে যাও অনন্তের দিকে; সমস্ত নীলিমা জুড়ে
সমস্ত পৃথিবী ও বনাঞ্চল জুড়ে
তোমার শুভ্রতা তোমার শিল্প তোমার বিন্যাস।
অনন্ত অরুন্ধতী, বহুদিন পড়ে আছি অন্ধকারে; বেদনাহত।