পুনর্জন্মে নয়

পুনর্জন্মে নয়, প্রতি জন্মে তোমাকে আমার চাই
রক্তে ধমনিতে জ্বলে লাল অগ্নিশিখাঃ
কবিতার থেকে যতদূরে যাই
বন্দিশিবিরে দেখি উদ্ধত কনীনিকা।

তোমাকে আমার চাই, তুমি ছাড়া এ-বিশ্বের অস্তিত্ব
আদৌ মানি না__
সমস্ত পদাবলী, রবীন্দ্রসংগীত তুমি ছাড়া সব বৃথা
এমনকি সূর্যোদয়, তারা-ছাওয়া সৌর-আকাশ,
কোনোকিছু চিনি না__
_আমি নই রাম, লোকভয়ে ছেড়ে দেব সীতা।

_পারি, সমস্ত উপেক্ষা করে তোমাকে নিয়ে যেতে
পারি, সমস্ত রাজ্য পদতলে রেখে একান্তে পেতে
যা-কিছু করণীয়, সবই পারি
প্রয়োজনে দীর্ঘ বনবাস
কেননা নিবিড় বারোমাস
তোমাকে আমার চাই
তুমি ছাড়া বিশ্ব কবিতার, কোনো মৌল উপাদান নাই

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
দাউদ হায়দার- র আরো পোষ্ট দেখুন