আপনাকে এই জানা আমার ফুরাবে না।

আপনাকে এই জানা আমার ফুরাবে না। এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা ॥ কত জনম-মরণেতে তোমারি ওই চরণেতে আপনাকে যে দেব, তবু বাড়বে দেনা ॥ আমারে যে নামতে হবে ঘাটে ঘাটে, বারে বারে এই ভুবনের প্রাণের হাটে। ব্যবসা মোর তোমার সাথে চলবে বেড়ে দিনে রাতে, আপনা নিয়ে করব যতই বেচা কেনা ॥ Apnake jana amar […]

একদিন চিনে নেবে তারে

একদিন চিনে নেবে তারে, তারে চিনে নেবে অনাদরে যে রয়েছে কুন্ঠিতা ॥ সরে যাবে নবারুণ-আলোকে এই কালো অবগুন্ঠন– ঢেকে রবে না রবে না মায়াকুহেলীর মলিন আবরণ, তারে চিনে নেবে ॥ আজ গাঁথুক মালা সে গাঁথুক মালা, তার দু:খরজনীর অশ্রুমালা । কখন দুয়ারে অতিথি আসিবে, লবে তুলি মালাখানি ললাটে । আজি জ্বালুক প্রদীপ চির-অপরিচিতা পূর্ণ প্রকাশের […]

কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া

কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া চরণে ধরিয়া তব কহিব প্রকাশি গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি। ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী– কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়। আপনি আজিকে যবে শুধাইছ আসি, […]

আজি মেঘ কেটে গেছে সকালবেলায়

আজি মেঘ কেটে গেছে সকালবেলায়, এসো এসো এসো তোমার হাসিমুখে । এসো আমার অলস দিনের খেলায় ।। স্বপ্ন যত জমেছিল আশা-নিরাশায় তরুণ প্রাণের বিফল ভালোবাসায় দিব অকূল-পানে ভাসায়ে ভাঁটার গাঙের ভেলায় ।। দুঃখসুখের বাঁধন তারি গ্রন্থি দিব খুলে, আজি ক্ষণেক-তরে মোরা রব আপন ভুলে । যে গান হয় নি গাওয়া যে দান হয় নি পাওয়া- […]

মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো

মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে॥ তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায় বাজে অলখিত তারি চরণে রুনুরুনু রুনুরুনু নূপুরধ্বনি॥ গোপন স্বপনে ছাইল অপরশ আঁচলের নব নীলিমা। উড়ে যায় বাদলের এই বাতাসে তার ছায়াময় এলো কেশ […]

তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা

তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা। যেথা আমি যাই নাকো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়নজলে ঢালো গো কিরণধারা ॥ তব মুখ সদা মনে জাগিতেছে সংগোপনে, তিলেক অন্তর হলে না হেরি কূল-কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি অমনি ও মুখ হেরি শরমে সে হয় সারা।

আজি তোমায় আবার চাই শুনাবারে

আজি তোমায় আবার চাই শুনাবারে যে কথা শুনায়েছি বারে বারে॥ আমার পরানে আজি যে বাণী উঠিছে বাজি অবিরাম বর্ষণধারে॥ কারণ শুধায়ো না, অর্থ নাহি তার, সুরের সঙ্কেত জাগে পুঞ্জিত বেদনার। স্বপ্নে যে বাণী মনে মনে ধ্বনিয়া উঠে ক্ষণে ক্ষণে কানে কানে গুঞ্জরিব তাই বাদলের অন্ধকারে॥

আমার দিন ফুরালো

আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে গহন মেঘের নিবিড় ধারার মাঝে॥ বনের ছায়ায় জলছলছল সুরে হৃদয় আমার কানায় কানায় পূরে। খনে খনে ওই গুরুগুরু তালে তালে গগনে গগনে গভীর মৃদঙ বাজে॥ কোন্‌ দূরের মানুষ যেন এল আজ কাছে, তিমির-আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে। বুকে দোলে তার বিরহব্যথার মালা গোপন-মিলন-অমৃতগন্ধ-ঢালা। মনে হয় তার চরণের ধ্বনি জানি– হার মানি […]

তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা

তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা। যেথা আমি যাই নাকো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়নজলে ঢালো গো কিরণধারা ॥ তব মুখ সদা মনে জাগিতেছে সংগোপনে, তিলেক অন্তর হলে না হেরি কূল-কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি অমনি ও মুখ হেরি শরমে সে হয় সারা।

জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস-রাত

জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস-রাত সবার মাঝারে আজিকে তোমারে স্মরিব জীবননাথ ॥ যে দিন তোমার জগত নিরখি হরষে পরান উঠেছে পুলকি সে দিন আমার নয়নে হয়েছে তোমার নয়নপাত ॥ বারে বারে তুমি আপনার হাতে স্বাদে সৌরভে গানে বাহির হইতে পরশ করেছ অন্তরমাঝখানে। পিতা মাতা ভ্রাতা সব পরিবার, মিত্র আমার, পুত্র আমার, সকলের সাথে প্রবেশি […]