বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দুঃখতাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি লভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানি ক্ষয়। আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর […]
বিপদে মোরে রক্ষা করো
পথে চলে যেতে যেতে কোথা কোন্খানে
পথে চলে যেতে যেতে কোথা কোন্খানে তোমার পরশ আসে কখন কে জানে ॥ কী অচেনা কুসুমের গন্ধে, কী গোপন আপন আনন্দে, কোন্ পথিকের কোন্ গানে ॥ সহসা দারুণ দুখতাপে সকল ভুবন যবে কাঁপে, সকল পথের ঘোচে চিহ্ন সকল বাঁধন যবে ছিন্ন মৃত্যু-আঘাত লাগে প্রাণে– তোমার পরশ আসে কখন কে জানে ॥
আসা যাওয়ার পথের ধারে
আসা যাওয়ার পথের ধারে গান গেয়ে মোর কেটেছে দিন। যাবার বেলায় দেব কারে বুকের কাছে বাজল যে বীণ।। সুরগুলি তার নানা ভাগে রেখে যাব পুষ্পরাগে, মীড়গুলি তার মেঘের রেখায় স্বর্ণলেখায় করব বিলীন।। কিছু বা সে মিলনমালায় যুগলগলায় রইবে গাঁথা, কিছু বা সে ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা। কিছু বা কোন্ চৈত্রমাসে বকুল-ঢাকা বনের ঘাসে […]
ওই রে তরী দিল খুলে
ওই রে তরী দিল খুলে। তোর বোঝা কে নেবে তুলে?। সামনে যখন যাবি ওরে থাক্-না পিছন পিছে পড়ে– পিঠে তারে বইতে গেলি, একলা পড়ে রইলি কূলে ওই রে তরী দিল খুলে। ঘরের বোঝা টেনে টেনে পারের ঘাটে রাখলি এনে– তাই যে তোরে বারে বারে ফিরতে হল, গেলি ভুলে। ডাক্ রে আবার মাঝিরে ডাক, বোঝা তোমার […]
আমার যেতে সরে না মন
আমার যেতে সরে না মন– আমার যেতে সরে না মন– তোমার দুয়ার পারায়ে আমি যাই যে হারায়ে তোমার দুয়ার পারায়ে আমি যাই যে হারায়ে অতল বিরহে নিমগন আমার যেতে সরে না মন– না আমার যেতে সরে না মন– চলিতে চলিতে পথে সকলই দেখি যেন মিছে, চলিতে চলিতে পথে সকলই দেখি যেন মিছে, নিখিল ভুবন পিছে […]
আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাতে
আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাতে। আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাতে। তোমার ভবনতলে হেরি প্রদীপ জ্বলে, তোমার ভবনতলে হেরি প্রদীপ জ্বলে, দূরে বাহিরে তিমিরে আমি জেগে জোড়হাতে নাহি নাহি নিদ্রা আঁখিপাতে। আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাতে ক্রন্দন ধ্বনিছে পথহারা পবনে, রজনী মূর্ছাগত বিদ্যুতঘাতে। ক্রন্দন ধ্বনিছে পথহারা পবনে, রজনী মূর্ছাগত বিদ্যুতঘাতে। দ্বার খোলো হে দ্বার খোলো– দ্বার […]
বাজে বাজে রম্যবীণা
বাজে বাজে রম্যবীণা বাজে– অমলকমল-মাঝে, জ্যোৎস্নারজনী মাঝে, কাজলঘন-মাঝে, নিশি আঁধার-মাঝে, কুসুমসুরভি-মাঝে বীনরণন শুনি যে– প্রেমে প্রেমে বাজে ॥ নাচে নাচে রম্যতালে নাচে– তপন তারা নাচে, নদী সমুদ্র নাচে, জন্মমরণ নাচে, যুগযুগান্ত নাচে, ভকতহৃদয় নাচে বিশ্বছন্দে মাতিয়ে– প্রেমে প্রেমে নাচে ॥ সাজে সাজে রম্যবেশে সাজে– নীল অম্বর সাজে, উষাসন্ধ্যা সাজে, ধরণীধূলি সাজে, দীনদুঃখী সাজে, প্রণত চিত্ত […]
ঐ কে আমায় ফিরে ডাকে
ঐ কে আমায় ফিরে ডাকে। ফিরে যে এসেছে তারে কে মনে রাখে। আমি চলে এনু বলে কার বাজে ব্যথা। কাহার মনের কথা মনেই থাকে। আমি শুধু বুঝি সখী, সরল ভাষা, সরল হৃদয় আর সরল ভালোবাসা। তোমাদের কত আছে, কত মন প্রাণ, আমার হৃদয় নিয়ে ফেলো না বিপাকে। OIi ke amay fire Dake
আমার যদি বেলা যায় গো বয়ে
আমার যদি বেলা যায় গো বয়ে জেনো জেনো আমার মন রয়েছে তোমায় লয়ে॥ পথের ধারে আসন পাতি, তোমায় দেবার মালা গাঁথি– জেনো জেনো তাইতে আছি মগন হয়ে॥ চলে গেল যাত্রী সবে নানান পথে কলরবে। আমার চলা এমনি ক’রে আপন হাতে সাজি ভ’রে– জেনো জেনো আপন মনে গোপন রয়ে॥ Amar jodi jai go bela
ওই ঝঞ্ঝার ঝঙ্কারে বাজল ভেরী
ওই ঝঞ্ঝার ঝঙ্কারে বাজল ভেরী, বাজল ভেরী। কখন্ আমার খুলবে দুয়ার– নাইকো দেরি, নাইকো দেরি॥ তোমার তো নয় ঘরের মেলা, কোণের খেলা গো– তোমার সঙ্গে বিষম রঙ্গে জগৎ জুড়ে ফেরাফেরি॥ মরণ তোমার পারের তরী, কাঁদন তোমার পালের হাওয়া– তোমার বীণা বাজায় প্রাণে বেরিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া। ভাঙল যাহা পড়ল ধুলায়যাক্-না চুলায় গো– ভরল যা তাই […]