বিরহ মধুর হল আজি মধুরাতে

বিরহ মধুর হল আজি মধুরাতে। গভীর রাগিণী উঠে বাজি বেদনাতে॥ ভরি দিয়া পূর্ণিমানিশা অধীর অদর্শনতৃষা কী করুণ মরীচিকা আনে আঁখিপাতে॥ সুদূরের সুগন্ধধারা বায়ুভরে পরানে আমার পথহারা ঘুরে মরে। কার বাণী কোন্‌ সুরে তালে মর্মরে পল্লবজালে, বাজে মম মঞ্জীররাজি সাথে সাথে॥ বিরহ মধুর হল আজি মধুরাতে

দীপ নিভে গেছে মম

দীপ নিভে গেছে মম নিশীথ সমীরে দীপ নিভে গেছে মম ধীরে ধীরে এসে তুমি যেওনা গো ফিরে দীপ নিভে গেছে মম এ পথে যখনই যাবে আধারে চিনিতে পাবে রজণীগন্ধারও গন্ধ ভরেছে মন্দিরে ধীরে ধীরে এসে তুমি যেওনাগো ফিরে দীপ নিভে গেছে মম আমারে পড়িবে মনে কখন সে লাগি প্রহরে প্রহরে আমি গান গেয়ে জাগি আমারে […]

সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দীনপ্রাণে।

সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দীনপ্রাণে। সতত হায় ভাবনা শত শত, নিয়ত ভীত পীড়িত– শির নত কত অপমানে ॥ জানো না রে অধ-ঊর্ধ্বে বাহির-অন্তরে ঘেরি তোরে নিত্য বাজে সেই অভয়-আশ্রয়।… তোলো আনত শির, ত্যজো রে ভয়ভার, সতত সরলচিতে চাহো তাঁরি প্রেমমুখপানে ॥ রাগ: নট-মল্লার তাল: ত্রিতাল রচনাকাল (বঙ্গাব্দ): 1306 রচনাকাল (খৃষ্টাব্দ): 1899 স্বরলিপিকার: ইন্দিরা দেবী […]

তুমি কোন্‌ ভাঙনের পথে এলে সুপ্তরাতে

তুমি কোন্‌ ভাঙনের পথে এলে সুপ্তরাতে। আমার ভাঙল যা তা ধন্য হল চরণপাতে॥ আমি রাখব গেঁথে তারে রক্তমণির হারে, বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে॥ তুমি কোলে নিয়েছিলে সেতার, মীড় দিলে নিষ্ঠুর করে– ছিন্ন যবে হল তার ফেলে গেলে ভূমি-‘পরে। নীরব তাহারি গান আমি তাই জানি তোমারি দান– ফেরে সে ফাল্গুন-হাওয়ায়-হাওয়ায় সুরহারা মূর্ছনাতে॥ তুমি কোন্‌ ভাঙনের […]

তুমি আছ কোন্‌ পাড়া

তুমি আছ কোন্‌ পাড়া ? তোমার পাই নে যে সাড়া । পথের মধ্যে হাঁ ক’রে যে রইলে হে খাড়া ।। রোদে প্রাণ যায় দুপুর বেলা, ধরেছে উদরে জ্বালা— এর কাছে কি হৃদয়জ্বালা । তোমার সকল সৃষ্টিছাড়া ।। রাঙা অধর, নয়ন কালো ভরা পেটেই লাগে ভালো— এখন পেটের মধ্যে নাড়ীগুলো দিয়েছে তাড়া ।। তুমি আছ কোন […]

ওই জানালার কাছে বসে আছে করতলে রাখি মাথা

ওই জানালার কাছে বসে আছে করতলে রাখি মাথা— তার কোলে ফুল পড়ে রয়েছে, সে যে ভুলে গেছে মালা গাঁথা ।। শুধু ঝুরু ঝুরু বায়ু বহে যায় তার কানে কানে কী যে কহে যায়— তাই আধো শুয়ে আধো বসিয়ে ভাবিতেছে কত কথা ।। চোখের উপরে মেঘ ভেসে যায়, উড়ে উড়ে যায় পাখি— সারা দিন ধ’রে বকুলের […]

কোথা বাইরে দূরে যায় রে উড়ে হায় রে হায়

কোথা বাইরে দূরে যায় রে উড়ে হায় রে হায়, তোমার চপল আঁখি বনের পাখি বনে পালায়॥ ওগো, হৃদয়ে যবে মোহন রবে বাজবে বাঁশি তখন আপনি সেধে ফিরবে কেঁদে, পরবে ফাঁসি– তখন ঘুচবে ত্বরা, ঘুরিয়া মরা হেথা হোথায়। আহা, আজি সে আঁখি বনের পাখি বনে পালায়॥ চেয়ে দেখিস না রে হৃদয়দ্বারে কে আসে যায়, তোরা শুনিস […]

আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়

আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। আমি তার লাগি পথ চেয়ে আছি পথে যে জন ভাসায়॥ যে জন দেয় না দেখা যায় যে দেখে ভালোবাসে আড়াল থেকে, আমার মন মজেছে সেই গভীরের গোপন ভালোবাসায়॥ আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়।

খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে

খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে । একদা কী করিয়া মিলন হল দোঁহে, কী ছিল বিধার মনে । বনের পাখি বলে, ‘খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোঁহে মিলে ।’ খাঁচার পাখি বল, ‘বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে ।’ বনের পাখি বলে, ‘না, আমি শিকলে ধরা নাহি দিব ।’ খাঁচার পাখি বলে, […]

আমি সব নিতে চাই

আমি সব নিতে চাই, সব নিতে ধাই রে। আমি আপনাকে, ভাই, মেলব যে বাইরে॥ পালে আমার লাগল হাওয়া, হবে আমার সাগর-যাওয়া, ঘাটে তরী নাই বাঁধা নাই রে॥ সুখে দুখে বুকের মাঝে পথের বাঁশি কেবল বাজে, সকল কাজে শুনি যে তাই রে। পাগ্‌লামি আজ লাগল পাখায়, পাখি কি আর থাকবে শাখায়। দিকে দিকে সাড়া যে পাই […]