দে পড়ে দে আমায় তোরা কী কথা আজ লিখেছে সে।

দে পড়ে দে আমায় তোরা কী কথা আজ লিখেছে সে। তার দূরের বাণীর পরশমানিক লাগুক আমার প্রাণে এসে॥ শস্যখেতের গন্ধখানি একলা ঘরে দিক সে আনি, ক্লান্তগমন পান্থহাওয়া লাগুক আমার মুক্ত কেশে॥ নীল আকাশের সুরটি নিয়ে বাজাক আমার বিজন মনে, ধূসর পথের উদাস বরন মেলুক আমার বাতায়নে। সূর্য ডোবার রাঙা বেলায় ছড়াব প্রাণ রঙের খেলায়, আপন-মনে […]

আমি কান পেতে রই

আমি    কান পেতে রই      ও আমার   আপন হৃদয়গহন-দ্বারে   বারে বারেকোন্‌   গোপনবাসীর কান্নাহাসির   গোপন কথা শুনিবারে–   বারে বারে ॥           ভ্রমর সেথা হয় বিবাগি   নিভৃত নীল পদ্ম লাগি রে, কোন্‌   রাতের পাখি গায় একাকী সঙ্গীবিহীন অন্ধকারে   বারে বারে ॥           কে সে মোর   কেই বা জানে,   কিছু তার   দেখি আভা।           কিছু পাই   অনুমানে,   কিছু তার   বুঝি না বা।           মাঝে মাঝে […]

প্রতিদিন আমি হে জীবনস্বামী

প্রতিদিন আমি হে  জীবনস্বামী,       দাঁড়াব তোমারি সম্মুখে। করি জোড়কর, হে ভুবনেশ্বর,        দাঁড়াব তোমারি সম্মুখে।           তোমার অপার আকাশের তলে                    বিজনে বিরলে হে–           নম্র হৃদয়ে নয়নের জলে                    দাঁড়াব তোমারি সম্মুখে। তোমার বিচিত্র এ ভবসংসারে        কর্মপারাবারপারে হে, নিখিলজগৎজনের মাঝারে        দাঁড়াব তোমারি সম্মুখে।           তোমার এ ভবে মোর কাজ যবে                    সমাপন হবে হে,           ওগো রাজরাজ, […]

দেখো সখা ভুল করে ভালোবেসো না

দেখো সখা ভুল করে ভালোবেসো না। আমি ভালোবাসি বলে কাছে এসো না। তুমি যাহে সুখী হও তাই করো সখা, আমি সুখী হব বলে যেন হেসো না। আপন বিরহ লয়ে আছি আমি ভালো, কী হবে চির আঁধারে নিমেষের আলো। আশা ছেড়ে ভেসে যাই, যা হবার হবে তাই, আমার অদৃষ্ট-স্রোতে তুমি ভেসো না। রাগ: বিলাবল তাল: কাহারবা রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, […]

আমার যাবার বেলায় পিছু ডাকে

আমার    যাবার বেলায় পিছু ডাকে ভোরের আলো মেঘের ফাঁকে ফাঁকে॥      বাদলপ্রাতের উদাস পাখি    ওঠে ডাকি।      বনের গোপন শাখে শাখে,    পিছু ডাকে॥ ভরা নদী ছায়ার তলে    ছুটে চলে– খোঁজে কাকে,    পিছু ডাকে।      আমার প্রাণের ভিতর সে কে   থেকে থেকে      বিদায়প্রাতের উতলাকে    পিছু ডাকে॥ Amar jabar belay pichu dhake

ফিরবে না তা জানি, তা জানি–

  ফিরবে না তা জানি, তা জানি– আহা,  তবু তোমার পথ চেয়ে জ্বলুক প্রদীপখানি॥           গাঁথবে না মালা   জানি মনে, আহা,  তবু ধরুক মুকুল আমার বকুলবনে প্রাণে   ওই পরশের পিয়াস আনি॥           কোথায় তুমি পথভোলা, তবু          থাক্‌-না আমার দুয়ার খোলা।           রাত্রি আমার গীতহীনা, আহা,  তবু বাঁধুক সুরে বাঁধুক তোমার বীণা– তারে   ঘিরে ফিরুক কাঙাল বাণী॥ রাগ: ভৈরব-কীর্তন তাল: ষষ্ঠী রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৯ রচনাকাল (খৃষ্টাব্দ): 1923 […]

যে ছিল আমার স্বপনচারিণী

যে ছিল আমার স্বপনচারিণী                    তারে   বুঝিতে পারি নি।                         দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে॥           শুভক্ষণে কাছে ডাকিলে,               লজ্জা আমার ঢাকিলে গো,                         তোমারে         সহজে পেরেছি বুঝিতে॥ কে মোরে ফিরাবে অনাদরে,      কে মোরে ডাকিবে কাছে,           কাহার প্রেমের বেদনায়       আমার মূল্য আছে,               এ নিরন্তর সংশয়ে হায় পারি নে যুঝিতে–                    আমি    তোমারেই শুধু পেরেছি বুঝিতে॥ রাগ: ভৈরবী-কীর্তন তাল: দাদরা রচনাকাল […]

খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে

খেলাঘর     বাঁধতে লেগেছি   আমার   মনের ভিতরে। কত রাত   তাই তো জেগেছি   বলব কী তোরে॥ প্রভাতে     পথিক ডেকে যায়,   অবসর   পাই নে আমি হায়–               বাহিরের খেলায় ডাকে সে,   যাব কী ক’রে॥ যা আমার   সবার হেলাফেলা   যাচ্ছে ছড়াছড়ি পুরোনো    ভাঙা দিনের ঢেলা,   তাই দিয়ে ঘর গড়ি। যে আমার   নতুন খেলার জন   তারি এই   খেলার সিংহাসন,                 ভাঙারে   জোড়া দেবে সে   […]

আবার ভালবাসার সাধ জাগে

আবার ভালবাসার সাধ জাগে সেই পুরাতন চাঁদ, আমার চোখে আজ নূতন লাগে । যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে সাধ যায় ধরি তারে বক্ষে জড়ায়ে উদাসীন হিয়া হায় রেঙে ওঠে অবেলায় সোনার গোধুলি রাগে । আবার ফাগুন সমীর কেন বহে ? আমার ভুবন ভরি কেঁদে ওঠে বাঁশরী অসীম বিরহে । তব বনের বুকে ঝরণা সম কে […]

কী পাই নি তারি হিসাব মিলাতে

কী পাই নি তারি হিসাব মিলাতে মন মোর নহে রাজি। কী পাই নি আজ হৃদয়ের ছায়াতে আলোতে বাঁশরি উঠেছে বাজি॥ কী পাই নি ভালোবেসেছিনু এই ধরণীরে ভালোবেসেছিনু ।। সেই স্মৃতি মনে আসে ফিরে ফিরে, কত বসন্তে দখিনসমীরে ভরেছে আমারি সাজি॥ কী পাই নি, নয়নের জল গভীর গহনে আছে হৃদয়ের স্তরে, বেদনার রসে গোপনে গোপনে সাধনা […]