অবেলায় যদি এসেছ আমার বনে দিনের বিদায়ক্ষণে গেয়ো না, গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে ঘন বকুলের ম্লান বীথিকায় শীর্ণ যে ফুল ঝ’রে ঝ’রে যায় তাই দিয়ে হার কেন গাঁথ হায়, লাজ বাসি তায় মনে। চেয়ো না, চেয়ো না মোর দীনতায় হেলায় নয়ন-কোণে॥ এসো এসো কাল রজনীর অবসানে প্রভাত-আলোর দ্বারে। যেয়ো না, যেয়ো না অকালে […]
অবেলায় যদি এসেছ আমার বনে
আইল ঋতুরাজ সজনি
আইল ঋতুরাজ সজনি, জ্যোৎস্নাময় মধুর রজনি, বিপিনে কলতান মুরলী উঠিল বাজি। মৃদুমন্দসুগন্ধপবনশিহরিত তব কুঞ্জভবন, কুহু কুহু কুহু ললিততানমুখরিত বনরাজি। পরো সখী পরো নীলাম্বর, পরো সখী ফুলমালা; চলো সখী চলো কুঞ্জে চলো, বিরহবিধুরা বালা। করিগে চলো কুসুমচয়ন, রচি গে চলো পুষ্পশয়ন, ফিরিবে তব নাথ সজনি, হৃদয়ে তব আজি।
ধনধান্যপুষ্পভরা আমাদের এই বসুন্ধরা
ধনধান্যপুষ্পভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক – সকল দেশের সেরা; – ও সে, স্বপ্ন দিয়ে তৈরি সে-দেশ, স্মৃতি দিয়ে ঘেরা; (কোরাস) – এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানি সে যে – আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজল এমন ধারা। কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে! […]
আজি তোমার কাছে ভাসিয়া যায়
আজি তোমার কাছে ভাসিয়া যায় অন্তর আমার, আজি সহসা ঝরিল চোখে কেন অনিবার? স্মৃতি-জোয়ারে দু-কুল ছেয়ে, দশ বরষ উজান বেয়ে চলেছে প্রাণ তোমারই কাছে মানে না বাধা আর। আজি তোমার কাছে বর্তমান ভেঙ্গে ও ভেসে যায়, আজি আমার কাছে অতীত হয় নূতন পুনরায়; আজি আমার নয়ন পাশে, এ কী আঁধার ঘেরিয়া আসে, পাষাণভার চাপিয়া ধরে […]
আজি এসেছি–আজি এসেছি,
আজি এসেছি–আজি এসেছি, এসেছি বঁধু হে, নিয়ে এই হাসি, রূপ, গান। আজি আমার যা কিছু আছে, এনেছি তোমার কাছে, তোমায় করিতে সব দান। আজি তোমার চরণতলে রাখি এ কুসুমহার, এ হার তোমার গলে দিই বঁধু উপহার, সুধার আধার ভরি, তোমার অধরে ধরি, কর বঁধু কর তায় পান; আজি হৃদয়ের সব আশা, সব সুখ, ভালোবাসা, তোমাতে […]
আমরা এমনই এসে ভেসে যাই
আমরা এমনই এসে ভেসে যাই – আলোর মতন, হাসির মতন, কুসুমগন্ধরাশির মতন, হাওয়ার মতন, নেশার মতন ঢেউয়ের মতো ভেসে যাই। আমরা অরুণ-কনক কিরণে চড়িয়া নামি; আমরা সান্ধ্য রবির কিরণে অস্তগামী; আমরা শরৎ ইন্দ্রধনুর বরণে জ্যোৎস্নার মতো অলস চরণে, চপলার মতো চকিত চমকে চাহিয়া, ক্ষণিক হেসে যাই। আমরা স্নিগ্ধ, কান্ড, শান্তি-সুপ্তিভরা আমরা আসি বটে, তবু কাহারে […]
তুমি যে আমারে চাও আমি সে জানি
তুমি যে আমারে চাও আমি সে জানি। কেন যে মোরে কাঁদাও আমি সে জানি ॥ এ আলোকে এ আঁধারে কেন তুমি আপনারে ছায়াখানি দিয়ে ছাও আমি সে জানি ॥ সারাদিন নানা কাজে কেন তুমি নানা সাজে কত সুরে ডাক দাও আমি সে জানি। সারা হলে দে’য়া-নে’য়া দিনান্তের শেষ খেয়া কোন্ দিক-পানে বাও […]
আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে
আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে তখন আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে।। বাহুপাশের কাঙাল সে যে, চলেছে তাই সকল ত্যেজে কাঁটার পথে ধায় সে তোমার অভিসারে।। আমার ব্যথা যখন বাজায় আমায় বাজি সুরে সেই গানের টানে পারো না আর রইতে দূরে। লুটিয়ে পড়ে সে গান মম ঝড়ের রাতের পাখি-সম, বাহির হয়ে এসো […]
শুনি ক্ষণে ক্ষণে মনে মনে
শুনি ক্ষণে ক্ষণে মনে মনে অতল জলের আহ্বান। মন রয় না, রয় না, রয় না ঘরে, চঞ্চল প্রাণ। ভাসায়ে দিব আপনারে, ভরা জোয়ারে, সকল ভাবনা-ডুবানো ধারায় করিব স্নান। ব্যর্থ বাসনার দাহ হবে নির্বাণ। ঢেউ দিয়েছে জলে। ঢেউ দিল আমার মর্মতলে। এ কী ব্যাকুলতা আজি আকাশে, এই বাতাসে যেন উতলা অপ্সরীর উত্তরীয় করে রোমাঞ্চ দান, দূর […]
প্রভু, তোমা লাগি আঁখি জাগে
প্রভু, তোমা লাগি আঁখি জাগে ; দেখা নাই পাই পথ চাই, সেও মনে ভালো লাগে॥ ধূলাতে বসিয়া দ্বারে ভিখারি হৃদয় হা রে তোমারি করুণা মাগে ; কৃপা নাই পাই শুধু চাই, সেও মনে ভালো লাগে॥ আজি এ জগতমাঝে কত সুখে কত কাজে চলে গেল সবে আগে ; সাথি নাই পাই তোমায় চাই, সেও মনে ভালো […]