ইলেকট্রার গান

শ্রাবনের মেঘ আকাশে জটলা পাকায় মেঘময়তায় ঘন ঘন আজ একি বিদ্যুত জ্বলে। মিত্র কোথাও আশে পাশে কেউ কোথাও নেই, শান্তি উধাও; নির্দয় স্মৃতি মিতালী পাতায় শত করোটির সাথে। নিহত জনক, এ্যাগামেনন্‌, কবরে শায়িত আজ। সে কবে আমিও স্বপ্নের বনে তুলেছি বনে গোলাপ, শুনেছি কত যে প্রহরে প্রহরে বন দোয়েলের ডাক। অবুঝ সে মেয়ে ক্রাইসোথেমিস্‌ আমার […]

সব হবে

ভালোবাসা সবই খায় – এঁটো পাতা, হেমন্তের খড় রুগ্ন বাগানের কোণে পড়ে থাকা লতার শেকড় সবই খায়, খায় না আমাকে এবং হাঁ করে রোজ আমারই সন্মুখে বসে থাকে। আমি একটু একটু করে তাকে অবসন্ন হাওয়া দিতে পারি একটু এনে দিতে পারি আমরুলের পাতার প্রকৃতি স্মৃতির কাঁথায় তার স্পর্শ – যিনি উপস্থিত নেই এইসব – দিতে […]

বিদায়-বেলায়

তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না, জল-ছল-ছল চোখে চেয়ো না। ঐ কাতর কন্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না, শুধু বিদায়ের গান গেয়ো না।। হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা, আজো তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না। ঐ ব্যথাতুর আঁখি কাঁদো-কাঁদো মুখ দেখি আর শুধু […]

চিত্ত তোমায় নিত্য হবে

আমার চিত্ত তোমায় নিত্য হবে সত্য হবে – ওগো সত্য, আমার এখন সুদিন। ঘটবে কবে। সত্য সত্য সত্য জপি, সকল বুদ্ধি সত্যে সঁপি, সীমার বাঁধন পেরিয়ে যাব নিখিল ভবে – সত্য তোমার পূর্ণ প্রকাশ দেখব কবে। তোমায় দূরে সরিয়ে মরি আপন অসত্যে। কী যে কান্ড করি গো সেই ভূতের রাজত্বে। আমার আমি ধুয়ে মুছে তোমার […]

কথা আছে

বহুক্ষণ মুখোমুখি চুপচাপ, একবার চোখ তুলে সেতু আবার আলাদা দৃষ্টি, টেবিলে রয়েছে শুয়ে পুরোনো পত্রিকা প্যান্টের নিচে চটি, ওপাশে শাড়ির পাড়ে দুটি পা-ই ঢাকা এপাশে বোতাম খোলা বুক, একদিন না-কামানো দাড়ি ওপাশে এলো খোঁপা, ব্লাউজের নীচে কিছু মসৃণ নগ্নতা বাইরে পায়ের শব্দ, দূরে কাছে কারা যায় কারা ফিরে আসে বাতাস আসেনি আজ, রোদ গেছে বিদেশ […]

সাধারণ জনগণ

  বোঝাই ভর্তি স্বাধীনতার বুলি রাজনীতির দাপট ভীষণ-বেশ গনতন্ত্র অবরুদ্ধ তাই,আজ মুক্তি নিরুদ্দেশ   ঝুলিতে আরো আছে কতো কী ক্ষমতার প্রলোভন ব্যাবহার করে শান্ত রাখবে জানি রাজনৈতিক বিশেষন   আমরা অতি সাধারণ জনগন প্রেক্ষাপটে বদলাতে জানি না ভাঙতে পারি না,সেই নীতিকে চাই,রাখতে তোমাদের অন্ধ থাকো ভালো হে অবচেতন মন।

শুভরাত্রি লেখা মেঘ

প্রেমিকাকে অনুনয় করেছিলে, মৃত্যুর এক বছর আগে একফালি কাগজে শুধু ‘শুভরাত্রি’ লিখে যেন সে পাঠায়, তুমি বালিশের নীচে নিয়ে শোবে । এখন রাত্রির দিকে তাকালেই দেখি তোমার ফুসফুস থেকে জলন্ত কয়লারা বার হয়ে আকাশে আকাশে জ্বলছে! জোছনারা ঠিকরে পড়ছে সকল গাছের পাতা থেকে শুধু ‘শুভরাত্রি’ লেখা এক খণ্ড মেঘ চাঁদের তলায় এসে থেমে গেলো । […]

এখন

মনে নেই, আমি নিজে ফিরে গিয়েছিলাম, অথবা তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, এখন আর কিছু মনে নেই, তবু দুঃখ হয় এখন, যখন একেকদিন খুব বৃষ্টি নেমে আসে এখন, যখন একেকদিন খুব শীতের বাতাস শুধু পাতা উড়িয়ে উড়িয়ে আমার চারদিকে বৃষ্টি ও ঠান্ডা বাতাস ঘুরে ঘুরে; এমন কি যখন সেই পুরনো কালের সাদা রোদ হঠাত্‍ ভোরবেলা ঘর ভাসিয়ে […]

নীল বৃষ্টি

নীল বৃষ্টি -ধুসরপ্রজাপতি, সব দুঃখগুলো ডানা মেলে যেদিন উড়ে যাবে বুঝবে সেদিন বৃষ্টি হবে, বৃষ্টির রং হবে লাল, যেমনটি কৃষ্ণচূড়া পুরো গাছটা ঢেকে ফেলে তার রং দিয়ে, যেদিন সব সম্পর্কের সঙ্গা শুধু একটাই হবে, সেদিন যেন বৃষ্টি হবে, বৃষ্টির রং হবে সাদা, যেমনটি কাশফুল ছেয়ে থাকে চরের উপুকুল, যেদিন তুমি আমাকে দেখতে পাবে তোমার চাওয়া […]

নাম দিয়েছি ভালোবাসা

আমরা মিশিনি ভালোবেসে সব মানুষ যেভাবে মেশে, আমরা গিয়েছি প্রাজ্ঞ আঁধারে না-জানার টানে ভেসে। ভাসতে ভাসতে আমরা ভিড়িনি যেখানে নদীর তীর, বুনোবাসনার উদ্বেল স্রোতে আশ্লেষে অস্থির। আমরা দুজনে রচনা করেছি একে অপরের ক্ষতি, প্রবাসী প্রেমের পাথরে গড়েছি অন্ধ অমরাবতী। আমরা মিশিনি বিহবলতায় শুক্রে-শোণিতে-স্বেদে, আমাদের প্রেম পূর্ণ হয়েছে বেদনায় বিচ্ছেদে