আমি তোমার পান্থপাদপ তুমি আমার অতিথ্ শালা । হঠাৎ কেন মেঘ চেঁচালো -দরজাটা কই,মস্ত তালা? তুমি আমার সমুদ্রতীর আমি তোমার উড়ন্ত চুল। হঠাৎকেন মেঘ চেঁচালো -সমস্ত ভুল,সমস্ত ভুল? আমি তোমার হস্তরেখা তুমি আমার ভর্তি মুঠো। হঠাৎ কেন মেঘ চেঁচালো -কোথায় যাবি নৌকা ফুটো।
কথোপকথন-৫
কথোপকথন-৩
তোমার বন্ধু কে? দীর্ঘশ্বাস? আমারো তাই । আমার শুন্যতা গণনাহীন। তোমারও তাই ? দুরের পথ দিয়ে ঋতুরা যায় দাকলে দরোজায় আসে না কেউ। অযথা বাঁশি শুনে বাইরে যাই বাতাসে হাসাহাসি বিদ্রপের। তোমার সাজি ছিল,বাগান নেই আমারও তাই। আমার নদী ছিল,নৌকা নেই তোমারও তাই? তমার বিছানায় বৃষ্টিপাত আমার ঘরদোরে ধুলোর ঝড়। তোমার ঘরদোরে আমার মেঘ আমার […]
সোজা কথা
গুলি লেগে পড়ে গেল | তুলে ধরতে যাচ্ছে তার বউ | বন্দুক উঁচিয়ে ধরো | বলো— ‘না, তুলবি না—’ বলো— ‘যা সরে যা বলছি—’ তাও যদি না শোনে তাহলে স্বামীর সাহায্যকারী হাতদুটোয় সোজা গুলি করো |যে-নারী ধর্ষণ করতে বাধা দিচ্ছে তার যৌনাঙ্গে লাঠির মাথা সোজা ভরে দাও যন্ত্রণায় সে যখন দয়া চায়, গালাগালি করে তার […]
রাষ্ট্রদ্রোহিতা এবং বিপ্লবী ও বুদ্ধিজীবীর কথা
উঠেছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ বিপ্লবীর বিরুদ্ধে, বুদ্ধিজীবীর বিরুদ্ধে, হাজতের ওপাশে, আইনের সরাইখানায় মাথাচাড়া দিয়ে উঠছে কাফনের বিছানা । জল্লাদের লাল চোখের আড়ালে অগণতান্ত্রিক নীল-নকশা স্পষ্টত, ঘড়ির কাটার সময় মিছেই ঝুলিয়ে মারে শত বছরের ভবিষ্যৎ । – জিহান আল হামাদী ১২ই অক্টোবর’২০১৩
ওভাবেই তাকাও; ওভাবেই ছুঁয়ে দাও
নিঃশ্বাসের বহমান স্রোতে খুব ধীরে, একটু অবচেতন হৃদয়ে সেদিন ছুঁতে গিয়েছিলাম যখন, কেমন যেন এক নৈসর্গিক আবেশে মেতেছিল চোখ দুটো যেন জোছনার মত উজ্জ্বল; লাজুক মুখ দেখে থেমে গিয়েছিলাম কতটুকুই বা বিলিয়েছিলে সেদিন ? চোখে চোখ রাখতে চেয়েছিলাম বলে ডাগর চোখে যেন অমাবস্যা লেগেছিল; মুখখানি নিচু করে সেদিনের অপ্রত্যাশিত প্রলাপ দাউদাউ করে ওঠা পর্বতে […]
নির্ধুত
প্রতিদিন অন্তত একবার গুম করা হয় আততায়ী আঘাতের পচন ধরা ছুরি, ক্ষত-বিক্ষত করে নেয় নিহত শরীর; তবু কেউ কেউ জেগে ওঠে সব ভুলে, তবু বলে না, ভালোবাসি ।। তার চোখ ভেজা থাকে উৎকণ্ঠার শ্রাবণে কিছু কিছু ভুল, ক্ষণিকের আড়ালে; প্রতিদিন খুন হয়, গুম হয় ক্রন্দনের তীব্র হাহাকার বোঝাবে কাকে ? রক্তের প্রাচুর্যে যার […]
কাক
বুক থেকে সব স্মৃতি মুছে দিতে চেয়েছিলি, তাই না ? তবে এই নে, কলিজার সবটুকু বিশ্বাস ! ধুয়ে মুছে নিয়ে যা, তোর মুখ নিঃসৃত থুতু- ছেঁড়া লালা গ্রন্থির উপনিবেশ ! বেশ বেশ ! যে বিশ্বাসের স্থানে রেখেছিলাম তোকে সেখানে লিখে এসেছি, “এখানে আবর্জনা ফেলুন” ! তোর প্রাপ্যতায় জীবন সুন্দর হোক, হয়ে ওঠ কুচকুচে কাক […]
বিভাস
শেষ বিকেলের শেষ আলোয় নিঝুম তারার প্রহর গুনে, কাটিয়ে দিয়েছি অজস্র কঙ্কাবতী কাল অসভ্য থেকে সভ্যতায় পা ফেলে ধুঁকে ধুঁকে মানুষ হয়েছি; তবু তোমায় নিয়ে লিখতে পারিনি একটা অবিনশ্বর প্রেমের মৌলিক কবিতা । আটপৌরে জানালা ধরে আলতা-কাজল চোখ নিয়ে তাকিয়ে ছিলে কিছুকাল…রূপক জলের ছলনাতে, আমিও ছিলাম নিশ্চয় ! শত শত কাগজ ছিঁড়ে ব্যাকুল হয়ে […]
বিনস্রবচনের কথনিকা
মৃত্যুর আগে দেখা করে যেও, আরেক যৌবন কাটাবো তোমার জীবনে… মৃত্যুর পর সময় নিয়ে নিকাল হিঁয়াসে কাটাবো মরণ আরেক, তোমার কুঞ্চিতে । – জিহান আল হামাদী ৮ই অক্টোবর’২০১৩
তুরুপের তাস
তুরুপের তাস চোখ দুটো খুলে নিয়ে যাও ও চোখের স্বপ্ন পূরণ হয় না, ঘুটঘুটে আঁধারে খেয়েছে । স্বপ্ন এসে দরজার বাইরে কড়া নাড়তেই সিঁদ কাটা চোরের স্বপ্ন চুরি; কাঠ-পুতলির বানোয়াট স্বপ্নে রাত কাটে ভাঙাগড়ার প্রাসাদে জুয়াড়ি বেশে বিধাতা । তুরুপের মত ওলটপালট জীবনে সর্বস্ব বিকোয় জুয়ার দানে । চোখ দুটো ছিঁড়ে নিয়ে যাও ও […]