যৌবন রে, তুই কি রবি সুখের খাঁচাতে

যৌবন রে, তুই কি রবি সুখের খাঁচাতে। তুই যে পারিস কাঁটাগাছের উচ্চ ডালের ‘পরে পুচ্ছ নাচাতে। তুই পথহীন সাগরপারের পান্থ, তোর ডানা যে অশান্ত অক্লান্ত, অজানা তোর বাসার সন্ধানে রে অবাধ যে তোর ধাওয়া; ঝড়ের থেকে বজ্রকে নেয় কেড়ে তোর যে দাবিদাওয়া। যৌবন রে, তুই কি কাঙাল, আয়ুর ভিখারী। মরণ-বনের অন্ধকারে গহন কাঁটাপথে তুই যে […]

দিনরাত

দিনরাত মৃত্যু চলে সন্তান অবধি। দেখা তো হয়েছে ক্রূর যমের সহিত, তাকে বলা গেছে, আমি একাকীই যাবো। গঙ্গার তরঙ্গভঙ্গে নিভে যাবে আলো, আমি যাবো, সঙ্গে নিয়ে যাবো না কারুকে একা যাবো দিনরাত মৃত্যু চলে সন্তান অবধি!

কেউ ভাল না বাসলে

সর্বনাশের ভিতরে কত ছোটাছুটি ছিল
বাল্যকালে
জ্যোৎস্নার আঁচল ধরে কত টানাটানি ছিল
বাল্যকালে
জরির পাড় বসানো কত

আমার পরিচয়

ভুলে যাও ভিটেমাটিদেশ তুমি উদ্বাস্তু, আশ্রিত। তোমার স্বদেশ বলে কিছু নেই তুমি পরগাছা, তুমি মৃত তোমার সামাজিকতা, তোমার পারিপার্শ্বিক তোমার চেহারা তোমার চালচলন উদ্বাস্তুর; আমাদের ঘৃণা-করুণায় তোমার জীবন এদেশ তোমার নয় এই ভিটেমাটিজমিন তোমার নয় তুমি আশ্রিত, উদ্বাস্তু; এই তোমার মানব পরিচয়

যখন শেষ হবে খেলা

যখন শেষ হবে খেলা শেষ হবে পথ চলা, পড়বে না আর এ পথে পা শুনবে না আর কী কথা বলে আকাশের তারা, কী কথা বলে চন্দ্রাহত রাত জোছনার সুরে সুরে, তখন পড়বে কি মনে ধূসর কুয়াশা ঢাকা নির্জন ভোরে, কোনো এক বৃষ্টিভেজা রাতে রেখেছিলে হাত এই হাতে…. সীমানার ওপারে কোনো এক অন্তহীন মহাসমুদ্র তীরে অনন্তের […]

পাহাড়, নদী ও সূর্যের গল্প

যে নদী পাহাড়ের বুকে বরফ হয়ে জমে থাকে, সে জানে না সমুদ্রের কী রূপ, যতদিন না পাহাড় তাকে ঝরণাধারায় ঝরিয়ে নদীর মত বইয়ে দেয়। অথচ সমুদ্র অবগাহনে সেই নদীই ভুলে যায় পাহাড়ের ঠিকানা! নদীর এ শঠতা সহ্য করতে পারে না সূর্য ! তাই সে নদীকে মেঘের ভেলায় ভাসিয়ে আবার বৃষ্টি রূপে পাহাড়ের বুকে ফিরিয়ে দেয়! […]

জলপ্রপাত

চলে গেলে, কিন্তু বলে গেলে না! এ যেন বহমান নদীর জলপ্রপাতে পতনের মতো হঠাৎ ছন্দপতন! আমি দুমড়ে মুচড়ে পড়তে থাকি… পড়তেই থাকি….. অভিমানের তীব্র স্রোত আমাকে ভাসিয়ে নিয়ে চলে আপন গতিতে, আমি রুদ্ধশ্বাসে চীৎকার করে তোমাকে ডাকি, ডাকতেই থাকি… তুমি কি শুনতে পাও না? সমুদয় হতাশার নোনা জলে যখন আমি প্রায় জ্ঞানহারা, এমন সময় হঠাৎ […]

কাকতাড়ুয়া

—————————————————♣ কাকতাড়ুয়ার মত আর কতকাল দাঁড়িয়ে থাকবো – কে জানে! রোদে পুড়ে জলে ভিজে চব্বিশ প্রহর বিনিদ্র আগলে রাখি তোমার ফসল! দু বাহু প্রসারিত চির উন্নত মম শির অকুতোভয় দন্ডায়মান যেন সীমান্তের অতন্দ্র প্রহরী! কে মানে কি না মানে আমার আদেশ কিংবা উপদেশ – থোড়াই পরোয়া করি! শালিকেরা দু-দন্ড এসে বসে মাথায় কিংবা হাতে, আয়েশে […]

যদি একবার

——————————————–♥* অনিচ্ছুক সূর্যকে জোর করে টেনে তুলেছ মেঘে ঢাকা ভোরের অন্ধকার আকাশে! হয়তো হবে সকাল, কি করে পাবে সোনারোদ মাখা বাতাসে নৌকোর ভরা পাল? জোয়ারের টানে উজানে যেতে পথ ভুলেছো! ফারাও’এর মত নিজেকে ঈশ্বর ভেবে ভেবেছো যা চাও তা-ই পাবে, কিংবা হয়ে যাও বললেই হয়ে যাবে? ভেবেছ তোমার হাতে যাদুর কাঠি? উল্টে গেলে দুধের বাটি […]

মানবতা

  ———————————————-♥ এই তো আমাদের নশ্বর পৃথিবী, আর আমাদের ক্ষণস্থায়ী জীবন- ভ্রষ্ট নরপশুর নষ্ট নখরে রক্তাক্ত ! হে মানবাত্মা, এসো হাত বাড়াও অবারিত করো হৃদয় – অবিনশ্বর উষ্ণতায় উদ্ভাসিত কর অসীম মহাবিশ্ব মহাকালব্যাপী — হে অনন্ত সুন্দর, হে অবিনশ্বর মানবতা, তোমার পথ চেয়ে কাঁদে ভুক্ত পৃথিবীর অভুক্ত মানুষ ! —————————————–*** – নিলয় ♥ ২০ সেপ্টেম্বর […]