বৃষ্টি ছড়িয়ে পড়ছে কাছে এবং দূরে
মোটা দানার বৃষ্টি
আমি গন্ধ পাচ্ছি তোমার হাতে আমার হাত রেখে,
যেন চোখের পানি
বৃষ্টির সঙ্গে লড়াই চোখের পানির
আমি কান্না দেখছি এবং শুনছি চতুর্দিকে,
খালি গায়ে দেবদূতরা ঘুরছে
গাছের শিকড়ে পানি দেওয়া দেখছে,
বৃষ্টি আসুক ঝড় যেন না আসে
একটা দীর্ঘ কবিতার লাইনের মতো বৃষ্টির শব্দ,
মহিলারা চুল উড়িয়ে দিয়ে
ইতিহাসের দিকে চেয়ে আছে
তাদের চোখে কিংবদন্তি,
বৃষ্টি এবং পানি এবং খালি গায়ের দেবদূত
গাছের শিকড়ে পানি দেখে দেখে দেবদূতরা ঘুরছে
মহিলারা চুল উড়িয়ে দিয়ে দেবদূতদের দেখছে।
দেবদূতরা বার্তার নিয়ে আসবে।
ভালোবাসার মানুষগুলি : আমি এবং তুমি
দেবদূতদের বার্তার জন্য বসে আছি।
আজ এবং আগামীকাল এবং আগামীকালের পরের দিনে
নিশ্চয়ই বার্তা আসবে।
এখন শুধু বৃষ্টি, এখন শুধু কান্না, এখন শুধু রোদন,
এখন শুধু দীর্ঘশ্বাস।