যেভাবেই চাও…

আমি নাকি পুরাতন, বিরক্তিকর
আমার ভালবাসার ধরন,তাইতো
দুরে রও নির্জীব
আমায় ফেলে অকারন
ছিঁড়ে বন্ধন
একা হারাও বারে বার…।

ভেবনা আমিও চৌকাঠ পেড়বো
তোমার বুকের, নিয়ে
মেনে পরাজয় পরিহাসের,
তুমি যেভাবেই চাও,
হব সেরকম
খোলস ফেলি পুড়িয়ে লাভায়
হব শক্ত-আধুনিক
হব কাঙ্খিত পশু-প্রেমিক…।

শুধু বলব না তোমায় আগের মত
কতটা ভালবাসি!
এ বুকের ভালমানুষী প্রেমিকটাকে
তোমার তরে দিলেম ফাঁসি,
দিলেম ফাঁসি…

কামড়ে ধরব আমি তোমায়
যেমন ধরে গুলিবিদ্ধ-যোদ্ধা
তোয়ালের দলায়
ব্যবচ্ছেদের ব্যাথায়
করব উষ্ণ তোমায়
তেমনি ধরব জড়িয়ে দ্গ্বিদিক।

আর চিৎকার করে বলব ভালবাসি!
প্রসূতি মায়ের যন্ত্রনার
মত কষ্টের চরম সীমায়
খানিক আনন্দের বেদনায়
পাবার আকাঙ্খার তীব্রতায়
হব তোমার কাঙ্খিত প্রেমিক…।

শুধু বলব না তোমায় আগের মত
কতটা ভালবাসি!
এ বুকের ভালমানুষী প্রেমিকটাকে
তোমার তরে দিলেম ফাঁসি,
দিলেম ফাঁসি…
দিলেম ফাসি…

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
বনসাঁই মেয়ে- র আরো পোষ্ট দেখুন