কোলা ব্যাঙের ছা
কথা বলেন না
কথা বললে ভাঙবে ধ্যান
তিনি শুধুই ভাষণ দ্যান
জাগুয়ার
খাবেন না সাগু আর
রোজই বলেন মেজদিকে
খাবেন তিনি শেঠজিকে
রাত দুপুরে তিনটে বানর,
কেবল বলে, “পকেটে পোর |”
“কাকে রে কাকে ?”
—“সূর্যটাকে |”
ভোট দিও না হাতিকে,
ভোট দিও তার নাতিকে |
ভোট দিও না গাধাকে,
ভোট দিও তার দাদাকে |