মাংস, মাংস, মাংস…

আমাকে রাঙাতে পারে তেমন গোলাপ কখনও দেখি না। তবে কাকে, কখন, কোথায় ধরা দেবো? একমাত্র গোধূলি বেলায় সবকিছু বীরাঙ্গনার মতন রাঙা হয়ে যায়। শৈশবও ছিলো না লাল। তবে জানি, দেখেছিও, ছুরির উজ্জ্বলতা থেকে ঝরে পড়ে বিন্দু বিন্দু লাল ফোঁটা তবে হাত রাখবো ছুরির বাঁটে? সবুজ সতেজ- রূপালি রেকাবে রাখা পানের নিপুণ কোনো খিলি নয়, মাংস, […]

তোমাকে অভিবাদন প্রিয়তমা

ভয় নেই আমি এমন ব্যবস্থা করবো যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চপাস্ট করে চলে যাবে এবং স্যালুট করবে কেবল তোমাকে প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করবো বন-বাদাড় ডিঙ্গিয়ে কাঁটা-তার, ব্যারিকেড পার হয়ে, অনেক রণাঙ্গনের স্মৃতি নিয়ে আর্মার্ড-কারগুলো এসে দাঁড়াবে ভায়োলিন বোঝাই করে কেবল তোমার দোরগোড়ায় প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করবো- বি-৫২ […]

বোধ

(মাহবুব হাসান-কে) শালিক নাচে টেলিগ্রাফের তারে, কাঁঠালগাছের হাতের মাপের পাতা পুকুর পাড়ে ঝোপের ওপর আলোর হেলাফেলা এই এলো আশ্বিন, আমার শূন্য হলো দিন কেন শূন্য হলো দিন? মহাশ্বেতা মেঘের ধারে-ধারে আকাশ আপন ইন্দ্রনীলের ঝলক পাঠায় কাকে? ছাদে-ছাদে বাতাস ভাঙে রাঙা বৌ-এর খোঁপা এই এলো আশ্বিন, আমার শূন্য হলো দিন কেন শূন্য হলো দিন? শিউলি কবে […]

বিপ্লব

মনজুর এলাহীর বাগানে, ছায়াচ্ছন্ন সন্ধ্যায় বসেছিলাম আমরা কয়েকজন। কথা হ’লো, অনেক ধরনের কেউ বললেন বঙ্গবন্ধুর কথা, সেই প্রসঙ্গে নিহত এ্যালেন্দে এবং চিলিতে সামরিক উত্থানের ইতিহাসও উল্লেখ করলেন কেউ কেউ। বলা বাহুল্য ইরাক ইরানের কথাও উঠলো। ক্যাস্ট্রোর পর কিউবার অনিশ্চিত ভবিষ্যত বিশ্বব্যাপী অস‍‌‌‌ৎ বণিকদের দাপট, এবং বাংলার বিপন্ন মানুষ নিরন্ন আজীবন- এইসব কথা বলাবলি করলাম আমরা […]

সঙ্গতি

(আমিয় চক্রবর্তী, শ্রদ্ধাস্পদেষু) বন্য শূকর খুঁজে পাবে প্রিয় কাদা মাঝরাঙা পাবে আন্বেষনের মাছ, কালো রাতগুলো বৃষ্টিতে হবে শাদা ঘন জঙ্গলে ময়ুর দেখাবে নাচ প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিক-ই কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না… একাকী পথিক ফিরে যাবে তার ঘরে শূন্য হাঁড়ির গহ্বরে আবিরত শাদা ভাত ঠিক উঠবেই ফুটে তারাপুঞ্জের মতো, পুরোনো গানের […]