তুমি এ-পার ও-পার কর কে গো ওগো খেয়ার নেয়ে?

তুমি এ-পার ও-পার কর কে গো ওগো খেয়ার নেয়ে? আমি ঘরের দ্বারে বসে বসে দেখি যে সব চেয়ে।। ভাঙিলে হাট দলে দলে সবাই যাবে ঘরে চলে আমি তখন মনে ভাবি আমিও যাই ধেয়ে।। দেখি সন্ধ্যাবেলা ও পার-পানে তরণী যাও বেয়ে। দেখে মন যে আমার কেমন করে, ওঠে যে গান গেয়ে ওগো খেয়ার নেয়ে।। কালো জলের […]

আছে দুঃখ, আছে মৃত্যু,

আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥ তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে ॥ তরঙ্গ মিলায়ে যায় তরঙ্গ উঠে, কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে। নাহি ক্ষয়, নাহি শেষ, নাহি নাহি দৈন্যলেশ– সেই পূর্ণতার পায়ে মন স্থান মাগে ॥ রাগ: যোগিয়া তাল: একতাল […]

জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে

জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে। তাই হোক তবে তাই হোক, দ্বার দিলেম খুলে॥ এসছে তুমি তো বিনা আভরণে, মুখর নূপুর বাজে না চরণে, তাই হোক তবে তাই হোক, এসো সহজ মনে। ওই তো মালতী ঝরে পড়ে যায় মোর আঙিনায়, শিথিল কবরী সাজাতে তোমার লও-না তুলে॥ কোনো আয়োজন নাই একেবারে, সুর বাঁধা নাই […]

তোমায় কিছু দেব ব’লে চায় যে আমার মন

তোমায় কিছু দেব ব’লে চায় যে আমার মন, নাই-বা তোমার থাকল প্রয়োজন ।। যখন তোমার পেলেম দেখা, অন্ধকারে একা একা ফিরিতেছিলে বিজন গভীর বন । ইচ্ছা ছিল একটি বাতি জ্বালাই তোমার পথে, নাই-বা তোমার থাকল প্রয়োজন ।। দেখেছিলেম হাটের লোকে তোমারে দেয় গালি, গায়ে তোমার ছড়ায় ধূলাবালি । অপমানের পথের মাঝে তোমার বীণা নিত্য বাজে […]

আরো একটু বসো তুমি, আরো একটু বলো

আরো একটু বসো তুমি, আরো একটু বলো। পথিক, কেন অথির হেন– নয়ন ছলোছলো ॥ আমার কী যে শুনতে এলে তার কিছু কি আভাস পেলে– নীরব কথা বুকে আমার করে টলোমলো ॥ যখন থাক দূরে আমার মনের গোপন বাণী বাজে গভীর সুরে। কাছে এলে তোমার আঁখি সকল কথা দেয় যে ঢাকি– সে যে মৌন প্রাণের রাতে […]

আমারে করো তোমার বীণা

আমারে করো তোমার বীণা, লহো গো লহো তুলে। উঠিবে আজি তন্ত্রীরাজি মোহন অঙ্গুলে॥ কোমল তব কমলকরে, পরশ করো পরান-‘পরে, উঠিবে হিয়া গুঞ্জরিয়া তব শ্রবণমূলে॥ কখনো সুখে কখনো দুখে কাঁদিবে চাহি তোমার মুখে, চরণে পড়ি রবে নীরবে রহিবে যবে ভুলে। কেহ না জানে কী নব তানে উঠিবে গীত শূন্য-পানে, আনন্দের বারতা যাবে অনন্তের কূলে॥ Amare koro […]

আমার নিশীথরাতের বাদলধারা

আমার নিশীথরাতের বাদলধারা, এসো হে গোপনে আমার স্বপনলোকে দিশাহারা ॥ ওগো অন্ধকারের অন্তরধন, দাও ঢেকে মোর পরান মন– আমি চাই নে তপন, চাই নে তারা ॥ যখন সবাই মগন ঘুমের ঘোরে নিয়ো গো, নিয়ো গো, আমার ঘুম নিয়ো গো হরণ করে। একলা ঘরে চুপ চুপে এসো কেবল সুরের রূপে– দিয়ো গো, দিয়ো গো, আমার চোখের […]

একি গভীর বাণী এল

একি গভীর বাণী এল ঘন মেঘের আড়াল ধ’রে সকল আকাশ আকুল ক’রে॥ সেই বাণীর পরশ লাগে, নবীন প্রাণের বাণী জাগে, হঠাৎ দিকে দিগন্তরে ধরার হৃদয় ওঠে ভরে॥ সে কে বাঁশি বাজিয়েছিল কবে প্রথম সুরে তালে, প্রাণেরে ডাক দিয়েছিল সুদূর আঁধার আদিকালে। তার বাঁশির ধ্বনিখানি আজ আষাঢ় দিল আনি, সেই অগোচরের তরে আমার হৃদয় নিল হ’রে॥ […]

তোমার গীতি জাগালো স্মৃতি

তোমার গীতি জাগালো স্মৃতি নয়ন ছলছলিয়া, বাদলশেষে করুণ হেসে যেন চামেলি-কলিয়া ।। সজল ঘন মেঘের ছায়ে মৃদু সুবাস দিল বিছায়ে, না-দেখা কোন্‌ পরশঘায়ে পড়িছে টলটলিয়া ।। তোমার বাণী-স্মরণখানি আজি বাদলপবনে নিশীথে বারিপতন-সম ধ্বনিছে মম শ্রবণে । সে বাণী যেন গানেতে লেখা দিতেছে আঁকি সুরের রেখা যে পথ দিয়ে তোমারি, প্রিয়ে, চরণ গেল চলিয়া ।। Tomar […]

প্রথম চুম্বন

স্তব্ধ হল দশ দিক নত করি আঁখি— বন্ধ করি দিল গান যত ছিল পাখি। শান্ত হয়ে গেল বায়ু, জলকলস্বর মুহূর্তে থামিয়া গেল, বনের মর্মর বনের মর্মের মাঝে মিলাইল ধীরে। নিস্তরঙ্গ তটিনীর জনশূন্য তীরে নিঃশব্দে নামিল আসি সায়াহ্নচ্ছায়ায় নিস্তব্ধ গগনপ্রান্ত নির্বাক্‌ ধরায়। সেইক্ষণে বাতায়নে নীরব নির্জন আমাদের দুজনের প্রথম চুম্বন। দিক্‌-দিগন্তরে বাজি উঠিল তখনি দেবালয়ে আরতির […]