ফিরে যেতে চাই আমি পল্লী মায়ের কোলে, সেথায় আমার বেড়ে ওঠার স্বপ্ন গুলো দোলে। ঘুম ভাঙে পাখির ডাকে কাক ডাকা ভোরে, রাতের আঁধার যায় লুকিয়ে রবির বাহুডােরে। শিশির ভেজা ঘাসের ডগায় সোনা বরণ আভা, নয়ন জুড়ায় দৃশ্যপটে দেখে রুপের শোভা। সবুজ বনের ছায়া সেথায় সিক্ত করে মন, রাখাল সেথায় বাজায় বাঁশি সুরের বৃন্দাবন। কৈশরময় দিনগুলি […]