—————————————————♣ কাকতাড়ুয়ার মত আর কতকাল দাঁড়িয়ে থাকবো – কে জানে! রোদে পুড়ে জলে ভিজে চব্বিশ প্রহর বিনিদ্র আগলে রাখি তোমার ফসল! দু বাহু প্রসারিত চির উন্নত মম শির অকুতোভয় দন্ডায়মান যেন সীমান্তের অতন্দ্র প্রহরী! কে মানে কি না মানে আমার আদেশ কিংবা উপদেশ – থোড়াই পরোয়া করি! শালিকেরা দু-দন্ড এসে বসে মাথায় কিংবা হাতে, আয়েশে […]
কাকতাড়ুয়া
যদি একবার
——————————————–♥* অনিচ্ছুক সূর্যকে জোর করে টেনে তুলেছ মেঘে ঢাকা ভোরের অন্ধকার আকাশে! হয়তো হবে সকাল, কি করে পাবে সোনারোদ মাখা বাতাসে নৌকোর ভরা পাল? জোয়ারের টানে উজানে যেতে পথ ভুলেছো! ফারাও’এর মত নিজেকে ঈশ্বর ভেবে ভেবেছো যা চাও তা-ই পাবে, কিংবা হয়ে যাও বললেই হয়ে যাবে? ভেবেছ তোমার হাতে যাদুর কাঠি? উল্টে গেলে দুধের বাটি […]
মানবতা
———————————————-♥ এই তো আমাদের নশ্বর পৃথিবী, আর আমাদের ক্ষণস্থায়ী জীবন- ভ্রষ্ট নরপশুর নষ্ট নখরে রক্তাক্ত ! হে মানবাত্মা, এসো হাত বাড়াও অবারিত করো হৃদয় – অবিনশ্বর উষ্ণতায় উদ্ভাসিত কর অসীম মহাবিশ্ব মহাকালব্যাপী — হে অনন্ত সুন্দর, হে অবিনশ্বর মানবতা, তোমার পথ চেয়ে কাঁদে ভুক্ত পৃথিবীর অভুক্ত মানুষ ! —————————————–*** – নিলয় ♥ ২০ সেপ্টেম্বর […]
ভ্রষ্ট মানুষ, নষ্ট মানবতা
————————————————–♠ ক্ষমা করো শামসুর রাহমান তোমার মেষ বালক হতে পারিনি যে ডানে বললে ডানে যাবো বামে বললে বামে; ক্ষমা করো সুধীন্দ্রনাথ তোমার উটপাখিও হতে পারিনি যে বালুতে মুখ গুঁজে ভাববো অন্ধ হলেই বন্ধ হবে প্রলয় ! দুঃখিত সুকান্ত, তোমার সুদৃঢ় অঙ্গীকারকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে যেন এ বিশ্বকে বসবাসের অযোগ্য করার শপথ করেছে সবাই ! […]
অবিনাশী বাঁশী
অবিনাশী বাঁশী ———————————♥ নীলাকাশ ছুঁয়েছে জলে গোধূলির আবিরে, নিঃসঙ্গতা ডানা মেলে নৈঃসর্গের ঐ ভিড়ে । পত্রপল্লবহীন বৃক্ষ ছায়ায় ক্ষয়িষ্ণু শীতের নিবিড় সন্ধ্যায় আমাদের কি নেই আর কিছুই অবশিষ্ট, যে একবার ছুঁই? অস্তমান সূর্যের উষ্ণতাটুকু? ধুলোমাখা বিস্মৃতির খড়কুটো? কিংবা মনস্তাপে পোড়াই নিশ্চুপ আশা-নিরাশার গন্ধমাখা ধূপ? অতল জলের তলে নিভু নিভু জ্বলে নেই কি এতটুকু আলো – […]
গানঃ বৃষ্টি ভিজে
গানঃ বৃষ্টি ভিজে ———————–♥ বৃষ্টি ভিজে কেন তোমায় মনে পড়ে, তোমার মিষ্টি ছোঁয়ায় ভাসাও সঙ্গোপনে দুঃখ-সুখের ঝড়ে? বৃষ্টি ভিজে কেন তোমায় মনে পড়ে ।। বৃষ্টি ভিজে মন চুপি চুপি একা, না জানে মেঘ না জানে আকাশ ইচ্ছে তোমায় দেখা ! বৃষ্টি ভিজে কেন তোমায় মনে পড়ে ।। বৃষ্টি জলে ভিজে বাহিরে ভিতরে, স্মৃতির প্রদীপ জ্বেলে […]
যাদুঘর
যাদুঘর ——————————————–♥ বিত্ত নেই চাকচিক্য নেই, নেই তেমন জৌলুস, তবে আছে ঐতিহ্য, ঐতিহ্যের ঐশ্বর্য – সমৃদ্ধ ইতিহাসের স্বাক্ষী হয়ে আপন বৈভবে ভাস্বর । রাজা নেই আছে রাজপ্রাসাদ, সৈন্য নেই সামন্ত নেই হাতি ঘোড়া কিচ্ছু নেই, আছে শুধু ক্ষয়িষ্ণু পাথর ঘর্মাক্ত শ্রমিকের কষ্ট বঞ্চিতের চাপা কান্না বুকে চেপে দাঁড়িয়ে অটল সুবিশাল অট্টালিকা – আজ তার নাম […]
সত্যধাম
সত্যধাম —————–♥ চলছি পথে ঘুরছে ঘড়ি টিক টিক, সঙ্গে তুমি আছো জানি ঠিক ঠিক। একা – তবে নিঃসঙ্গ নই, সঙ্গে আছো তুমি, তোমার সাথে চলছি পথে, তুমি অন্তর্যামী । পথটি সোজা নেই তো খোঁজার প্রয়োজন, হাতটি ধরে তুমি আছো আপন জন । উঁচু নীচু আঁকা বাঁকা হোক না ডান বাম, ভয় নেই দেখো পৌঁছে যাবো […]
চিরন্তন কেন্দ্রবিন্দু
মা —————————————–♥ হৃদয় মন্দিরে যাঁর চিরস্থায়ী আসন, স্বপ্নের বন্দরে তিনি ধরা দিন বা না-ই দিন, তিনি আসুন বা না-ই আসুন – কি বা তাতে যায় আসে, অমিতাভ ! যাঁর ছবি হৃদয়ের ঘরে চিরতরে আঁকা, অবিনশ্বর ভালোবাসার ফ্রেমে বাঁধানো তাঁর ছবি তুমি কোন্ ঘরে রাখবে, কোন্ দেয়ালে ঝুলাবে অমিতাভ ! তাঁর ছবি তো শুধু ছবি নয়, […]
পৌষের ধূসর ছায়ায়
পৌষের ধুসর ছায়ায় *********************♥ পৌষের শীতল সকালে ঘন কুয়াশার ধূসর চাদর ফুঁড়ে হঠাৎ দৃষ্টিগোচর হয় তাঁর ঝাপসা ছায়া, করোটিতে জয়টীকার মত আঁকা অতল গহ্বর, যেন অন্তহীন অাকাশ! এ আকাশের জানালা খুলে একদিন সে স্বদেশ দেখেছে। স্বপ্নের স্বদেশ – মায়ের আঁচলের মতো সবুজ স্বদেশ, বাবার ঘামে ভেজা রোদে পোড়া মুখে সোনালি ধানের হাসি মাখা স্বদেশ, ভাইয়ের […]