বোঝাই ভর্তি স্বাধীনতার বুলি রাজনীতির দাপট ভীষণ-বেশ গনতন্ত্র অবরুদ্ধ তাই,আজ মুক্তি নিরুদ্দেশ ঝুলিতে আরো আছে কতো কী ক্ষমতার প্রলোভন ব্যাবহার করে শান্ত রাখবে জানি রাজনৈতিক বিশেষন আমরা অতি সাধারণ জনগন প্রেক্ষাপটে বদলাতে জানি না ভাঙতে পারি না,সেই নীতিকে চাই,রাখতে তোমাদের অন্ধ থাকো ভালো হে অবচেতন মন।
সাধারণ জনগণ
ভালোই হতো
আমায় রাজনৈতিক কুকুর বানিয়ে অন্ধ করে দাও যা বকবে,তাই গাইব,তাই শুনবো ধীরে ধীরে মানুষ হিসেবে প্রত্যাখ্যান করো,ঠিক আছে আবেদন কিংবা নিবেদন বিশেষ কিছু নেই ভ্রুন হয়ে মানব আকৃতি পাওয়া যায় ঠিকই হৃদপুষ্ট হলেইতো আর মানুষ হই নি মানুষ হিসেবে প্রত্যাখ্যান করো,ঠিক আছে আবেদন কিংবা নিবেদন বিশেষ কিছু নেই অন্ধ কুকুর বানিয়ে দাও বিধাতা […]