তুই আমার হবি ? একটু ভালবাসলে কী এমন হবে তোর ? তোর ত্রিযাত্রার আকাঙ্ক্ষা মেটানোর ক্ষমতা না থাকলেও প্রতিরাতে তোকে একটি নীল গোলাপ এনে দিতে পারব, দিব্যি দিয়ে বলছি ! যখন আমাদের বিছানায় ছোট্ট একটি বালিশ আনা হবে তখন তাকে আমাদের মাঝে রেখে দিস, আর তিন-চার টা বালিশ হলে, আমি না হয় মাটিতেই ঘুমিয়ে নেব […]
থাকবি আমার হয়ে – ১
অদৃশ্য বাঁধন
কোন এক নিঝুম রাতে যখন ঘুম হারিয়েছিল মেঘের দেশে যখন শরীরের সব শিরা-উপশিরায় জমাট বেধেছিল ক্লান্তি ঠিক তখনই খুঁজে পেয়েছিলাম তোমায়, মুখ-পুস্তকের নির্লিপ্ত পাতায় । মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর মোহ আমি ছুঁতে চলেছি হাতের মুঠোয় যেন একরাশ ছায়াপথ ভেশে যাচ্ছিল প্রতি মিনিটে, বন্ধুত্বের হাতটা কিভাবে যেন তোমায় ছুঁয়ে দিল একদিন । তারপর শুরু হল […]
অন্তপঞ্জিকা ২০১২
যাচ্ছে কেটে দিন যাচ্ছে কেটে শহরের বন্দী যত বেরসিক দূরবীন, বছর আসে,বছর যায় থেমে থাকে শুধু সিগারেট আর প্রসূত নিকোটিন । কিছুই বদলায়নি এ বছর, আবার সবই বদলে গেছে একদম, পাওয়া-না পাওয়ার হিসেব গুলো এ বছরও মেলাতে পারিনি । অনেকেই এসেছে কাছে আবার অনেকেই কাছ থেকে যোজন দুর অনেক সীমানায় আজো শুনেছি রূপান্বিতার গানের সুর […]
নীলাল্পনা
সে থাকে, আজও আমার মাঝে, খুব গোপনে,কোন আস্তাকুড়ে একাকী, শুধু কষ্ট জেগে রয় । পাই না তাকে খুঁজে, নিঃস্ব আমি চুপটি করে আজও তাকেই বুনি আমারই, স্মৃতির মেঘলা চাদরে । জানি সে আছে রাতের মাঝে তবু দিন আসে, শুধু তাকেই ভেবে বিবাগী, জলছবি ভেসে যায় । পথহারা এই চাঁদের খোঁজে কত দুঃখ আসে, কত কান্না […]
ধন্যবাদ মেঘমালা
কোন নক্ষত্র ভেজা রাতে, তোমার কাজল রাঙ্গা চোখ বেয়ে যেন আরো আধাঁর নামে। হঠাৎ ঘুম ভেঙ্গে যায় চেনা ঝি ঝির ডাকে, আধ-খোলা জানাল দিয়ে আসা জ্যোৎস্নার কয়েকবিন্দু আলোয়, আর কাঁচের চুড়ির রুনুঝুনু শব্দে। তুমি অর্ধ জাগ্রত, কিছুটা অপ্রস্তুত শাড়ি বাঁ পাশে সরে যাওয়া টিপ আর বুকের ভাঁজে তিল। হঠাৎ বৃষ্টি নামে, তোমার বৃষ্টির জলে ভেজা […]
সভ্যতা'র দেবী
যাবতীয় সভ্যতায় যা কিছু যাযাবর সব ধ্বংস হয়ে যাক, ইকারুসের ডানার মত অথবা ফিনিক্স পাখির মত নির্ভেজাল বেঁচে থাকা- কিছুই চাই না । শুধু ধূসর পিরামিডের মত নাহয় শুভ্রতায় জেগে থাকা তাজমহলের মত- তুমি বেঁচে থেকো আমার মাঝে, আমার হয়ে; বেঁচে থাকার জন্য আর কিছুই চাই না । তুমি বেঁচে থেকো সভ্যতার দেবী হয়ে মিসরীয় […]
নিছক রূপকথা
হাত দু’টো কাঁপছিল তোমার, শুকনো নিথর হাতে ধরেছিলাম আমি সেই হাত, যেন হৃদয় হাতের মুঠোয় । আমার অবশ মনে বহুকাল পরে বয়েছিল উত্তাল ঝড় । হাত দু’টো কাঁপছিল তোমার, সফেদ নখের আদল আমি দেখেছিলাম, অবিরাম । যেন হঠাৎ দেয়াল ভেঙ্গে নীরব বাতাস সুর তুলেছিল কানে। হাত দু’টো কাঁপছিল তোমার । নীল রঙা চোখে অবাক আলো […]