হাতখানি ধরো । চলো, নিয়ে যাই বহুদূর । যেখানে জোছনার ছায়া জলে মিলেমিশে একাকার, যেখানে প্রান্তর ভিজে যায় গাঙচিলের ডাকে; যেখানে রয়েছে গুলতানি গুলশান ।। পদযুগল রাখো, আমার পথে- চলো নিয়ে যাই আকাশের উদাসে- কঙ্কণী সুরে, যেখানে রয়েছে চন্দনধেনু; যেখানে নিষ্পাপ মায়া খেলা করে ইন্দ্রের ফুটপাতে, যেখানে ময়ূরের পেখমে লেখা হয় তোমার নাম ।। চলো […]
অন্বিত পথচলা
মহামান্য প্রেমিকা'র আদালতে
মহামান্য প্রেমিকা, হৃদয়ে অনুপ্রবেশের অভিযোগে আমায় গ্রেপ্তার করা হয়েছে । হাতকড়া পড়িয়ে বলা হয়েছে, “You have the right to remain silent. Anything you say can and will be used against you in a court of law. ” অথচ আমি তো চুপই ছিলাম ! তোমার দিকে তাকিয়ে নির্বাক ছিল দৃষ্টি ! আমার পক্ষে লর্ড ডেনিং থাকলে […]
কাঁকর
আমি হিমু হতে পারি নি হলুদ পাঞ্জাবি পড়ে নিশাচর হতে পারি নি, কোন উপন্যাস থেকে উঠে আসা হতে পারি নি নায়িকার প্রথম প্রেম । বাসের ভিড়ে ঝুলে থাকা হাতের মত অথবা জীবনানন্দের অসমাপ্ত কোন কবিতার মত, জায়গা হলো না কোথাও । মিসির আলী হয়ে ওঠা হলো না আমার ইচ্ছে ছিল শুভ্র হবো, আর না […]
বৃষ্টি এবং কয়েক ফোঁটা অনুভূতি
জানালার পর্দা সরিয়ে বাইয়ে তাকাও হাত বাড়িয়ে বৃষ্টির স্পর্শ নিয়েছো ? ফোটায় ফোটায় কত শীতলতা লেগে আছে, তাই না ! অনুভব করে দেখো…।। ওরা শুধু তোমাকে ভিজিয়ে দেয়ার জন্য নেমেছিল কয়েক ফোঁটা জল মুখে মেখে নাও, বলো, আমাকে অনুভব করতে পারছো এখন ? কিশোরী দেহে আজ শাড়ি পড়েছিলে প্রথমবার হাতে কাচের লাল চুড়ি, চোখে […]
আমায় আজ শুদ্ধ করো
নাবালিকা, আজ শুদ্ধ করো গালের ত্বকে স্পর্শ মেখে আলতো করে কল্প আঁক । ছোট ছোট খুনসুটিতে দুঃখ পেয়োনা আর পানি মুছে হও পরশপাথর নিজের করে শুদ্ধ করো; আমি ছোঁয়ায় ছোঁয়ায় শুদ্ধ হবো তোমার জন্য তোমার হবো ।। ভালোবাসায় ঝগড়া হবে, কষ্ট, আদর, কান্না হবে- তবু তুমি সামলে থেকো ! আর কারো নয়, আমার থেকো; […]
রক্ত বদল
যেই রক্তে ভেসেছে ওদের শরীর সেই রক্তই তো আমাদের দেহে, টকটকে লাল………।। কিন্তু তবুও পার্থক্য ছিল বহমান নিঃশ্বাসের মত ওরা যে গরীব !! গরীবের আবার কিসের রক্ত ? আর্তনাদ !! ওরা করবে না তো কারা করবে ? গরীব আবার মানুষ হয় নাকি ? আশরাফুল মখলুকাত- ওরা হবে কেন ? মানুষ হবে গাড়িতে-বাড়িতে ডিস্কোক্লাব অথবা […]
একশ কোটি বছর এভাবেই ভালবাসবো
আগামী একশ কোটি বছর এভাবেই ভালবাসবো, তোমার নাম বুকের মাজারে এভাবেই আগলে রাখবো । বুকের ভেতর ঝড় উঠবে যেদিন আমি শুধু তোমায় ভেবেই সামলে নেবো সব, ভাঙা চাঁদের আলোয় ভিজে শুধু তোমার কাছেই চাইবো ভালোবাসা; আগামী একশ কোটি বছর আমি ফোটাবো গোলাপ, জারবারা আর রক্তাক্ত ক্যালেন্ডুলা তোমার চুল সাজাবো, মাখাবো আশীর্বাদ; অক্সিজেনের মত ভালবাসবো […]
স্থান
এত মায়ায় জড়িয়েছ !! তোমার স্নিগ্ধতায় উন্মাদ হয়ে আছি, ভীষণ নেশায় চূর; শুদ্ধ করো আমায় নিয়ে যাও উন্মাদনার চরম পর্যায়ে । ঝড়ের মত এক ঝটকায় মিশে যেতে চাই তোমার প্রতিটি কোষে, রক্ত কণিকায়, নিউক্লিয়াস, ক্রোমোজোম হয়ে সেঁটে যাবো হৃদয়পুরে ঘর বানাবো একটু জায়গা দাও ।। – জিহান আল হামাদী ১৬ই এপ্রিল’২০১৩
একটু নাহয় ঝগড়াই করেছি
একটু ঝগড়া করেছি দেখেই কি আজ এত অভিমান ? চোখের কোণে ওই ভাসমান জলের ফোঁটা ঘুমের সাক্ষী হয়ে গেছে তোমার; আগুনের সাথে প্রেম করছো সুদর্শনা একটু আঁচ তো লেগে যেতেই পারে, এতটুকু সহ্য করতে পারলে না ! এভাবে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়তে হবে ? আমার যদি রাত না হও তবে নাহয় আকাশ হলে, কুহকীর […]
দৃষ্টিরিক্ত বদ্ধাকাশ
একটা জানালা ছিল- ছিল ঘরের ভেতর তোমার-আমার ছোট্ট বাসর, বাইরে ছিল বদ্ধ আকাশ, ঘুটঘুটে মেঘ আকাশে তারা ছিল কিনা জানিনা কিন্তু ঘরের ভেতর দুখানি হাত ছিল, বাঁধন ছিল, পরশ ছিল । ছিলনা তবু চোখের দেখা ও চোখ যে নীলিকায় ধরেছে ! মরচে পড়া দুই জোড়া চোখ তবু হাত ছাড়েনি, আলোর আকর্ষে উড়েনি তবু দিগভ্রান্ত […]