“জন্মই আমার আজন্ম পাপ, মাতৃজরায়ু থেকে নেমেই জেনেছি আমি সন্ত্রাসের ঝাঁঝালো দিনে বিবর্ণ পত্রের মত হঠাৎ ফুৎকারে উড়ে যাই পালাই পালাই সুদূরে চৌদিকে রৌদ্রের ঝলক বাসের দোতলায় ফুটপাতে রুটির দোকানে দ্রুতগামী নতুন মডেলের চকচকে বনেটে রাত্রির জমকালো আলো ভাংগাচোরা চেহারার হদিস ক্লান্ত নিঃশব্দে আমি হেঁটে যাই পিছনে ঝাঁকড়া চুলওয়ালা যুবক। অষ্টাদশ বর্ষীয়ার নিপুণ ভঙ্গী দম্পতির […]
জন্মই আমার আজন্ম পাপ
পৌষের মাঠও
এক মাঘে শীত যায় না, দিন আসছে বুঝলে হে, মৃতেরা যখন জেগে উঠবে, বলে রাখছি সমস্ত দিনের গুরুভার তোমাকেই বইতে হবে বাড়ছে দিনের তাপমাত্রা, যে-সব পাজির পা-ঝাড়ারা রৌদ্র আর জ্যোত্স্নাকে এক করে দ্যাখে, প্রতিসরণের বিভাবে হঠাত্ সংঘাতুর হয়ে যায়, জেনো শীত মানেই তুষারাচ্ছন্ন নয়, পৌষের মাঠও পোড়ে সূর্যের ঠাণ্ডা রোদ্দুরে। …
প্রেম
প্রেম দ্যাখো বয়স মানেনা কোনদিন ছোটবড় তালার মতো সব বয়সের কপাটে ঝুলে পড়ে হঠাৎ প্রেম, সবুজ নিসর্গ থেকে পলাতক কয়েদীর মতোন নিঃশব্দে বেরিয়ে আসে দ্রুত ঠাঁই নেয় বিভিন্ন লোকালয়ে; খেলা করে সকাল বিকাল তোলপাড়ে ভেঙে যায় নীলিমার আজীবন আশীর্বাদ-গড়ে তোলে সুখ-দুঃখ পড়ে থাকে বয়স্কদের দারুণ চোখ প্রেম, সেতো বয়স মানে নি কোনদিন- বুঝি তাই তীক্ষ্ণ […]